পুরসভা নির্বাচন জানুয়ারিতেই, ১২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হতে পারেন ঘনশ্রী বাগ

Spread the love

পুরসভা নির্বাচন জানুয়ারিতেই, ১২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রার্থী হতে পারেন ঘনশ্রী বাগ

পরিমল কর্মকার (কলকাতা) : আগামী জানুয়ারি মাসের শেষ দিকেই পুরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই তৃণমূলের কোন কোন প্রার্থী কোন কোন ওয়ার্ডে মনোনয়ন পাবেন তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা চলছে। কলকাতা পুরসভার অন্তর্গত কিছু ওয়ার্ডে কয়েকজন কাউন্সিলর মারা গিয়েছেন। আবার কিছু ওয়ার্ড মহিলা সংরক্ষণের আওতায় আসার ফলে সেখানে নতুন মহিলা প্রার্থী দেও়য়া নিয়ে দলীয় অন্দরে কানাঘুষো চলছে। এমন কিছু ওয়ার্ডে তৃণমূলের পুরুষ কাউন্সিলর রয়েছেন, অথচ সেগুলি মহিলা সংরক্ষিত ওয়ার্ড হিসেবে চিহ্নিত হচ্ছে, তার মধ্যে অন্যতম ১২৫ নম্বর ওয়ার্ড এবং ১২৭ নম্বর ওয়ার্ড। বর্তমানে ১২৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রয়েছেন তৃণমূলের ঘনশ্রী বাগ। ১২৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রয়েছেন সিপিএমের নীহার ভক্ত। দুজনকেই তাদের নিজেদের ওয়ার্ড থেকে সরে যেতে হচ্ছে। এক্ষেত্রে ঘনশ্রী বাগ তার পাশের ওয়ার্ড ১২৬ নম্বর থেকেই প্রার্থী হতে চলেছেন বলে তৃনমূল সূত্রের খবর। পাশাপাশি ১২৭ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর নীহার ভক্ত এবার আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না, এটি মহিলা ওয়ার্ডের তকমা পাওয়ায় এখানে সিপিএমের কোনও মহিলা প্রার্থী দাঁড়াচ্ছেন বলে সিপিএম সূত্রের খবর।

উল্লেখ্য, ১২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিপ্রা ঘটককে দল এবার আর মনোনয়ন দিচ্ছে না। কারণ তাঁর বয়স প্রায়  ৮০ । উপরন্তু তিনি বয়সজনিত কারণে অনেকটাই নড়বড়ে হয়ে পড়েছেন। সেই কারণে এই ওয়ার্ডটি শূন্য হচ্ছে। স্বাভাবিক কারণেই এখানে নতুন প্রার্থী দিতে হবে তৃণমূলকে। অন্যদিকে পাশের ওয়ার্ড অর্থাৎ ১২৫ নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত ওয়ার্ড হওয়ার দরুন সেখানে ঘনশ্রী বাগ প্রার্থী হতে পারছেন না। তাই ঘনশ্রী বাগকে সরিয়ে এনে ১২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী করা হচ্ছে বলে খবর তৃণমূল সূত্রের। অবশ্য ১৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শেফালী প্রামানিককে ১২৫ নম্বর ওয়ার্ডে সরিয়ে এনে সেখানে ঘনশ্রী বাগকে প্রার্থী করা হবে, এমন একটা খবর রটলেও সেটা সম্ভবত: হচ্ছেনা। কারণ শেফালী প্রামাণিক ইতিমধ্যেই তার ওয়ার্ডে পুর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের কাছে জনপ্রিয়। তাই দল তাকে এখনই সরাতে চাইছে না বলেই খবর বিশ্বস্ত সূত্রের। তবে এব্যাপারে ঘনশ্রী বাগের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “দল যেখানে আমাকে প্রার্থী করবে সেখান থেকেই লড়বো…..।”
————————————–** পরবর্তী খবরে চোখ রাখুন !!!
এর পরের পর্বে…. ১২১ ও ১২৮ নম্বর ওয়ার্ডে তৃণমূলের সম্ভাব্য প্রার্থী কে…..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.