কেন্দ্রীয় ট্রেড-ইউনিয়ন টি.ইউ.সি.সি.-র সর্বভারতীয় সভাপতির উদ্যোগে পরিযায়ী শ্রমিকদের সমস্যা সমাধানের সুবিধার্থে “শ্রমিক-সাহারা” Website-র উদ্বোধনঃ
নির্মাল্য চক্রবর্ত্তী, কলকাতা:-
ভারতের কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান/ কর্মনিযুক্তি মন্ত্রকের অধীনস্থ ও ওই মন্ত্রক দ্বারা স্বীকৃত মোট বারোটি (১২) কেন্দ্রীয় ট্রেড-ইউনিয়নের অন্যতম হল কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় না থেকে সম্পূর্ণ-স্বাধীন ও পুরোপুরি স্বয়ংশাসিত ট্রেড-ইউনিয়ন টি.ইউ.সি.সি. বা, “ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন সেন্টার” । সর্বভারতীয় সভাপতি ও আজন্ম-নেতাজী অনুরাগী তথা, শ্রমিক-দরদী জননেতা মাননীয় হংসরাজ একেলা জী (উত্তর-প্রদেশ রাজ্যের কনৌজ নিবাসী) এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা আজন্ম-নেতাজী অনুরাগী তথা, শ্রমিক-দরদী জননেতা মাননীয় এস.পি.তেওয়ারী (শিব প্রসাদ তেওয়ারী)জী’র সুযোগ্যতম নেতৃত্বে শ্রমিকদের যাবতীয় স্বার্থরক্ষার কাজে গোটা ভারত জুড়ে লড়াই করছে টি.ইউ.সি.সি. বা, ট্রেড ইউনিয়ন কো-অর্ডিনেশন সেন্টার । শুধুমাত্র পরিযায়ী শ্রমিকদের জন্য’ই নয়, সামগ্রিকভাবে সমস্ত শ্রমিক-কুলের প্রাপ্য ন্যায়সঙ্গত অধিকার ও দাবী-দাওয়ার জন্য’ই ভারতের কেন্দ্রীয় সরকার-সহ সমস্ত অঙ্গরাজ্য, কেন্দ্র শাসিত অঞ্চল, জেলা-শাসকের দপ্তর, পৌরনিগম, নগর-পালিকা, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েত-র সঙ্গে আলাপ-আলোচনা, সাক্ষাৎকার, চিঠি-পত্র আদান-প্রদান এমনকী প্রতি মুহূর্তে লড়াই’ও করে চলেছে টি.ইউ.সি.সি. । গত ২৪শে মার্চ ২০২০ মধ্যরাত থেকে চালু হওয়া গোটা দেশব্যাপী সম্পূর্ণ লক-ডাউন শুরুর পর’ও টি.ইউ.সি.সি.-এর অন্যথা করেনি । নূন্যতম ১৫টি রাজ্যে টি.ইউ.সি.সি.-র কর্মকর্তা ও সদস্য-সদস্যারা প্রতি মুহূর্তে পরিযায়ী শ্রমিকদের জন্য নিরন্তর চেষ্টা করছে ।
এই আন্দোলনের এক শুভ মুহূর্তে টি.ইউ.সি.সি.-র সর্বভারতীয় সভাপতি মাননীয় হংসরাজ একেলা জী গত ২৮শে মে সন্ধ্যায় উত্তর-প্রদেশের কনৌজ-এ টি.ইউ.সি.সি. উত্তর-প্রদেশ রাজ্য কার্যালয় থেকে Online Video-Conferencing’র মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে মোট এগারোটি (১১) ভাষায় ব্যবহার করা যাবে এমন “শ্রমিক সাহারা” নামে একটি Website/ Online Application উদ্বোধন করলেন ।
উক্ত Website/ Online Application’টির Web-link হল :-
www.sharamiksahara.org