বেহালার ১৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূলের উদ্যোগে সাড়ম্ভরে পালিত স্বাধীনতা দিবস
পরিমল কর্মকার (কলকাতা) : বেহালায় ১৩২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় তৃণমূলের উদ্যোগে পালিত হল ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবস। এই ওয়ার্ডের অনুষ্ঠানগুলিতে নেতৃত্ব দেন ১৩২ নম্বর ওয়ার্ডের বর্তমান কোঅর্ডিনেটর সঞ্চিতা মিত্র।
সঞ্চিতা মিত্র বলেন, স্বাধীনতা আন্দোলনে ভারতের বহু স্বাধীনতা সংগ্রামীকে হত্যা করেছিল ব্রিটিশ সরকার। এছাড়াও হাজার হাজার মানুষের আত্ম-বলিদানের মধ্য দিয়েই ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীনতা পেয়েছিল ভারতবর্ষ।
সেই স্মৃতিকে মনে রেখেই প্রতিবছর ভারতের জাতীয় পতাকা উত্তোলন ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়েই এই দিনটাকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করি। এদিনও আমার ওয়ার্ডের সকল কর্মীদের সহযোগিতায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি সাড়ম্ভরে পালন করলাম…. এমনটাই জানালেন কোঅর্ডিনেটর সঞ্চিতা মিত্র।