রথযাত্রায় ১৪৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পাপড় ভাজা-চপ-বেগুনী বিতরণের অভিনব কর্মসূচি
পরিমল কর্মকার (কলকাতা) : রথযাত্রা উপলক্ষে সোমবার (১২ জুলাই) ঠাকুরপুকুরের বাকরাহাট রোডে জোকা কালী মন্দিরের পাশে ১৪৪ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রধান কার্যালয় থেকে পাপড় ভাজা-আলুর চপ-কুমড়োর চপ-বেগুনী ইত্যাদি বিনামূল্যে বিতরণ করা হয়। এই ওয়ার্ডের বর্তমান কো-অর্ডিনেটর তথা প্রাক্তন কাউন্সিলর শেফালী প্রামাণিকের মূল উদ্যোগে এই অভিনব অনুষ্ঠান আয়োজিত হয় বলে জানা গিয়েছে।
এব্যাপারে শেফালী প্রামাণিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, রথযাত্রা উপলক্ষে এলাকার সাধারণ মানুষ ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে এই অভিনব কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, করোনা ও লকডাউন পরিস্থিতিতে সমস্ত মানুষ অধিকাংশ সময়ই ঘরবন্দী অবস্থায় দিন কাটিয়েছেন। বেশিরভাগ মানুষের ব্যবসা-বানিজ্য-কাজকর্ম বন্ধ থাকায় অনেকেই সমস্যার মধ্যে রয়েছেন। তাই এই রথযাত্রা উৎসবের দিন এলাকার শিশু থেকে শুরু করে সমস্ত মানুষের মুখে মুখরোচক খাবার তুলে দেওয়ার প্রয়াসেই এই কর্মযজ্ঞের আয়োজন করা হয়েছে। এদিন প্রায় তিন শতাধিক মানুষকে পাপড় ভাজা-চপ ইত্যাদি বিনামূল্যে বিতরণ করা হয় বলে জানান তিনি। এলাকার বাসিন্দারাও শেফালী দেবীর এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন বলে জানা গিয়েছে।