পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কর্মসূচি খড়গ্রাম ব্লক যুব তৃণমূলের
রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :
পেট্রোল-ডিজেলের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে, এ বার গ্যাস সিলিন্ডার ও পেট্রোল ভর্তি বোতল নিয়ে অভিনব কায়দায় বিক্ষোভ সমাবেশ করলো মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এই ঘটনা খড়গ্রাম থানার নগর কলেজ মোড়ে। সোমবার বিকেলে খড়গ্রাম ব্লক তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, সমর্থকরা এই কর্মসূচি পালন করেন।অভিনব এই প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেখতে ভিড় জমান অনেকেই।গত কয়েক দিন ধরেই পেট্রল, ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সব কর যোগ করে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কোনও কোনও জেলায় পেট্রোপণ্যের দাম ১০০ টাকাও ছুঁয়ে ফেলেছে। এমন পরিস্থিতিতে দামে কেন লাগাম পরানো হচ্ছে না, তা নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ শানাচ্ছে তৃণমূল। এই বিষয়টিকে সামনে রেখেই কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় নেমেছে জোড়াফুল শিবির। সোমবার বিকেলে নগরের কলেজ মোড়ে যুব তৃণমূল কর্মীরা জড়ো হন। উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুল হাসনাত, কান্দী মহকুমা ছাত্র যুব নেতা শাশ্বত মুখার্জী, খড়গ্রাম ব্লক যুব তৃণমূল সভাপতি জ্যোর্তিময় মণ্ডল, মুর্শিদাবাদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জোসেফ হোসেন,খড়গ্রাম ব্লক কৃষান ক্ষেত মজুর সেলের সভাপতি মুর্শেদ শেখ,খড়গ্রাম পঞ্চায়েত সমিতির সদস্য মইনুদ্দিন মণ্ডল,খড়গ্রাম ব্লকের সমস্ত অঞ্চলের অঞ্চল সভাপতি ও অন্যান্য নেতৃত্ব।