রাম মন্দির নির্মাণ ইসলামফোবিয়া’র নিদর্শন বলছে আর্ন্তজাতিক , সোচ্চার মার্কিন নাগরিকরা

Spread the love

 

আন্তর্জাতিক রাম মন্দির নির্মাণ ইসলামফোবিয়া’র নিদর্শন। সোচ্চার মার্কিন নাগরিকরা

নিউজ ডেস্ক:- আন্তজার্তিক  মহামারি করোনা  এই সময় গোটা বিশ্ব যখন সন্ত্রস্ত সেই রকম নরেন্দ্র মোদীর এই রাম মন্দির এর শিল্যান্যাস অনুষ্ঠান দেশে বিদেশে প্রচন্ড সমালোচিত হচ্ছেন । করোনা কালে মার্কিন মুলুকও ধর্মীয় হিড়িক মানতে নারাজ। তাই, ভারতবর্ষ’র বন্ধু দেশ আমেরিকা’র নাগরিকরা এ’বার টাইমস স্কোয়্যার’এ রাম মন্দিরের ভূমি পুজোর ছবি প্রদর্শনের বিরোধিতায় সোচ্চার হ’লেন। ২০টি মার্কিন সংস্থা এবং একাধিক নাগরিকের তরফে টাইমস স্কোয়্যার’এর বিল বোর্ডে এই ছবি দেখানোর বিরোধিতা করে চিঠি দিয়েছেন নিউইয়র্ক’এর মেয়র বিল ডে ব্লাসিও’কে।

 

করোনা বিধ্বস্ত আমেরিকা’য় ধর্মের ভিত্তিতে ভেদাভেদ চান না নাগরিকরা। কঠিন এই সময় ধর্ম নয় বরং ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে সকল মানুষকে। তাই আগামী ৫ আগস্ট রাম মন্দিরের ভূমি পুজোর ছবি টাইমস স্কোয়্যার’এ প্রদর্শিত হওয়া হিন্দুত্ববাদকে প্রমোট করারই সমান। একইসঙ্গে এই প্রদর্শনের মাধ্যমে পরোক্ষভাবে মুসলিম সম্প্রদায়কে ছোট করারও বার্তা দেওয়া হবে। যা এইসময় দাঁড়িয়ে যথাযথ নয় বলেই মনে করেছেন অধিকাংশ মার্কিন বাসিন্দা। নিউইয়র্ক’এর মেয়রকে লেখা চিঠিতে তাই উল্লেখ করা হয়েছে যে, ভারত যেভাবে হিন্দুত্ববাদকে এজেন্ডা করে গোটা দেশে মুসলিম বিদ্বেষ মূলক বাতাবরণ তৈরি করেছে, আমেরিকা তা-সমর্থন করে না। নিউইয়র্ক’এর মতো ঐতিহ্যবাহী শহরে এ’ভাবে ইসলামফোবিয়া ছড়ানোর কর্মসূচি নাগরিকরা কখনওই মানবেন না।

ভারত’এর দক্ষিণপন্থী ধর্মীয় রাজনীতি এবং ফ্যাসিজম’এর বিরোধিতা করেই এই চিঠি বলে জানিয়েছেন মার্কিন বাসিন্দারা। জানা গিয়েছে, নিউইয়র্ক’এর আমেরিকান ইন্ডিয়ান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি নামে এক সংস্থা ৫ আগস্ট রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন এবং বাবরি মসজিদ ভাঙার ইতিহাস স্মরণ করতেই টাইমস স্কোয়্যার’এর বিল বোর্ডে এই ছবির প্রদর্শনীর বন্দোবস্ত করেছিল। এই ইসলামফোবিক বিল বোর্ড প্রদর্শনী বাতিল করার দাবিতে শহরের মেয়রকে অনুরোধ জানিয়েছেন নাগরিকরা।

সৌজন্য:-  TheBengalHerald

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.