মোস্তাফা কামাল ,বহরমপুর ,অয়ন বাংলা :- মুর্শিদাবাদ জেলার জলঙ্গি সেলাউদ্দিন হক স্মৃতি এফইউসি ক্লাবের পরিচালনায় জলঙ্গি উচ্চ বিদ্যালয় মাঠে আজ একদিনের মহিলা সম্প্রীতি ফুটবল প্রতিযোগিতার আয়োজন হয়।খেলায় অংশগ্রহণ করেন দুটি দল যথাক্রমে কৃষ্ণনগর ফুটবল একাডেমি ও উত্তর চব্বিশ পরগনার শ্যামনগর ফুটবল ক্লাব। বৈকাল চারটের সময় খেলা শুরু হয়।খেলার উদ্বোধন করেন সেলাউদ্দিন হক স্মৃতি এফইউসি ক্লাবের জমিদাতা বিশিষ্ট শিক্ষক ও সমাজসেবী মানারুল হক সাহেব।
কৃষ্ণনগর ফুটবল একাডেমি পাঁচ এক গোলে শ্যামনগর ফুটবল ক্লাবকে হারিয়ে ট্রফি জিতে নেয়। একাই সানজিদা খাতুন শ্যামনগর ফুটবল ক্লাবকে চার গোল দিয়ে তাদের জয়কে নিশ্চিত করে। সর্বোচ্চ গোলদাতা সানজিদা খাতুন। ম্যান অফ দ্যা ম্যাচ হোন সানজিদা খাতুন।
আজকের মহিলা সম্প্রীতি ফুটবল ম্যাচ দেখতে এলাকার মানুষের ঢল নামে। টিকিট মূল্য ছিল ২০টাকা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলঙ্গি বিডিও শোভন দাস, জলঙ্গি বিএসএফ ক্যাম্পের কমান্ডার মিঃ রাজেশ। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মোহিত দেবনাথ মহাশয় ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।