আবার ঝাড়খন্ডে গোমাংশ বিক্রির অপরাধে গণপিটুনিতে একজনের মৃত্যু আহত দুই

Spread the love

ছবি:- প্রতিকী

অয়ন বাংলা,নিউজ ডেস্ক:-আবার গণপিটুনিতে একজনের মৃত্যু আহত দুই । ঝাড়খন্ডে ,আ গণপিটুনিতে তবরেজ আনসারির মৃত্যুর পর এই ধরনের হিংসার ঘটনায় কড়া পদক্ষেপ করছে ঝাড়খণ্ড পুলিস-প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের অপরাধ ঠেকানো যাচ্ছে না। রবিবার ফের গণপিটুনিতে মৃত্যু হল বছর চৌত্রিশের এক ব্যক্তির। এই ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন আরও দু’জন।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার সকাল ১০টা নাগাদ ঝাড়খণ্ডের কাররা থানায় একটি ফোন আসে। ফোন করে রাঁচি থেকে ৩৪ কিলোমিটার দূরে অবস্থিত খুঁটী এলাকায় একটি গণপিটুনির খবর দেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে তিন আক্রান্তকে উদ্ধার করে নিয়ে আসে পুলিস। ওই তিন আক্রান্তকে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ ভর্তি করা হয়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় কেলিম বারলা নামের বছর চৌত্রিশের এক আক্রান্তের।

ডিআইজি এভি হোমকার জানান, এই ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, এই তিন আক্রান্ত ওই এলাকায় ‘নিষিদ্ধ মাংস’ বিক্রি করছে এই সন্দেহে তাঁদের উপর হামলা চালায় একদল স্থানীয় বাসিন্দা।

তবরেজ আনসারির গণপিটুনির ঘটনায় গত বুধবারই নতুন চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারা জুড়ে দেওয়া হয়েছে। মেডিক্যাল রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ফের খুনের ধারা জুড়ে নতুন চার্জশিট দাখিল করেছে পুলিস। গণপিটুনি রুখতে একাধিক কড়া পদক্ষেপ করছে ঝাড়খণ্ড পুলিস-প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও ফের গণপিটুনির ঘটনায় মৃত্যু হল আর এক জনের।

সূত্র:- জি নিউজ

ছবি:- প্রতিকী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.