জিয়াগঞ্জেও তৃণমূলের ভরসা সংখ্যালঘু; হাসানুজ্জামান
নিজস্ব সংবাদদাতা, অয়ন বাংলা, মুর্শিদাবাদ; সারা দেশে বিজেপি যখন সুনামি হয়ে আছড়ে পড়ল তখন সেই সুনামি থেকেও বাদ যায়নি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ ব্লক, আর সেই পরিপেক্ষীতে হয়ে গেল বিজেপির বিজয় মিছিল। আবু তাহের খান মুর্শিদাবাদ লোকসভা নির্বাচনে বিজয়ী হলেও জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পৌরসভার সতেরোটি ওয়ার্ডেই বিজেপি এগিয়ে। এই নিয়ে ভট্টপাড়া দুই নং ওয়ার্ডের বিজেপি নেতা প্রবীর রয় কে ফোনে গতকালের বিজেপির বিজয় মিছিল সম্বন্ধে জানতে চাইলে তিনি বলেন, আগামী তে বিজেপি সবকটা আসনেই জয়লাভ করবে এবং পৌরপিতা গঠন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, আমার ওয়ার্ডে তিন ঘর মুসলিম আছে যারা সকলেই আমাদের সাথেই থাকে। পাল্টা প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর মণ্ডল কে ফোনে গতকালের মিছিল নিয়ে জানতে চাইলে তিনি মন্তব্য করেন ‘আমি দেখিনি’ এছাড়াও তিনার বিজেপিতে যোগদান নিয়ে জানতে চাইলে বলেন ‘তেমন কোন চিন্তা ভাবনা নেই তাছাড়া বিজেপি একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী দল তাই তাতে ঢোকার কোন ইচ্ছে আমার নেই এছাড়াও আমি তৃণমূলের থেকে দূরে আছি কেননা তৃণমূল কোন দায়িত্ব দেয়নি’ সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন ‘আমাদের এখানে মুসলিম, জৈন, শিখ সব সম্প্রদায়ের মানুষ খুব ভালোই আছেন’। জিয়াগঞ্জ শহরের বিজেপির মিছিল নিয়ে আঁতকে উঠেছে তৃণমূল। তাছাড়া জিয়াগঞ্জের সব কটা ওয়ার্ডেই বিজেপি বিপুল ভোটে লিড দিলেও, শুধুমাত্র সংশ্লিষ্ট সংখ্যালঘু অধ্যুষিত ওয়ার্ড ১নং,৪নং,৬নং,১১নং ও ১৪ নং ওয়ার্ডে খুব বেশি এগিয়ে নেই বিজেপি। তবে তৃণমূল কে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরাই এগিয়ে রেখেছে অন্যান্য দল গুলো থেকে।
তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সেখ মহঃ হাসানুজ্জামান সাহেবের কৃতিত্বেই কী ঘটেছে এই রহস্য। যদিও সংখ্যালঘু সেলের ওই নেতা আক্ষেপ করে বলেন, জিয়াগঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশীষ সরকার ব্লক তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেল কে নির্বাচনে কোন রকম গুরুত্ব না দিলেও ভোট সংখ্যালঘু সম্প্রদায়ের থেকেই ভারসাম্য বজায় রেখেছে।