জীবন্তি চেতনায় মাধ্যমিক পরীক্ষার্থীদের বিশেষ সেমিনার
জৈদুল ,কান্দী,,অয়ন বাংলা:- ছাত্রছাত্রীদের জীবনের সব চেয়ে বড়ো পরীক্ষা মাধ্যমিক, বেশির ভাগই শিক্ষার্থীদের এই পরীক্ষা দেওয়ার আগে হতাশা ভয় দেখা যায়। তাই প্রতিবছরের ন্যায় এ বছর গত রবিবার বেলা দশটা থেকে বেলা দুটো পর্যন্ত সেমিনার চলে।
সামনেই মাধ্যমিক পরীক্ষা জোর কদমে চলছে শেষ মূহূর্তের প্রস্তুতি। চেতনা শিক্ষা নিকেতনের পক্ষ থেকে বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে ভয় দূর করে কীভাবে ভালো রেজাল্ট করা যায় সে বিষয়ে বিশেষ সেমিনারের ব্যবস্থা করা হয়েছিল।উপস্থিত ছিলো প্রায় দুইশো পরীক্ষার্থী
ভয় দূর করে, কিভাবে ভালো রেজাল্ট করা যায়, তা নিয়ে চেতনা শিক্ষা নিকেতনের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকামন্ডলীরা প্রতিটি বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও ছাত্র ছাত্রীদের ফ্রী কোচিংয়ের এবং দুস্থ পরীক্ষার্থীদের টেষ্ট পেপার দেওয়ার ব্যবস্থা করা হয়।