অয়ন বাংলা ,কান্দী ,মুর্শিদাবাদ:- ঠাকুর ভাসান কে কেন্দ্র করে কান্দি তে উত্তেজনা। কান্দি কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান কে দেখা গেল রনংদেহী ভাবে। মঙ্গলবার রাতে কান্দি কংগ্রেস বিধায়ক বনাম তৃণমূল কর্মীদের মধ্যে বচসা বচসা থেকে হাতাহাতি। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছয়। পরে পুলিশ সাথে ধস্তাধস্তি বাধে কংগ্রেস বিধায়ক ও তৃণমূল কর্মীদের মধ্যে। কান্দি থানার পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে অপরের বিরুদ্ধে দোষরাপ করেছেন দুই রাজনৈতিক দলের নেতৃত্বরা।
মঙ্গলবার রাতে দশমী উপলক্ষে কান্দি থানার মোড়ে কানা ময়ুরাক্ষী নদীর তীরে ঠাকুর ভাষান চলছিল সেই উপলক্ষে কান্দি থানার মোড়ে বহু মানুষের ভিড় ছিল ফলে বাজি ফোটাচ্ছিলেন কিছু যুবক। অভিযোগ সেই বাজি ফাটানো কে কেন্দ্র করে দুই রাজনৈতিক দলের ঝামেলা ও বচসা হয়।
রনংদেহী ভাবে দেখা যায় কান্দি কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান কে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে গেলে দুই রাজনৈতিক দলের মধ্যে সংঘর্ষ বাধে। পরে কান্দি থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশ লাঠিচার্জ করে। পাল্টা কান্দি কংগ্রেস বিধায়ক সফিউল আলম খান করেছেন তাকে মারধর করা হয়েছে। পুলিশ এবং তৃণমূল কর্মীরা তাকে মাারধ করেছেন বলে অভিযোগ করেন তিনি।