নিজস্ব সংবাদদাতা,বারাসাত:- করোনা ভাইরাস প্রতিরোধে পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ ও হরিণঘাটা শহর তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিগত ৩ দিন ধরে একগুচ্ছ কর্মসূচি নেওয়া হয়।
পাপান দে , অভি সরকার ও সৌজিত ভট্টাচার্য বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্বরা এই বিষয়ে জানায় যে আজ সকালে 11 টা নাগাদ বড়জাগুলী – কাঁচরাপাড়া রুটের পথচলতি মানুষদের গাড়ি দাঁড় করিয়ে প্রায় 500 লিফলেট বিলি করা হয়।
করোনা ভাইরাস প্রতিরোধে কী কী করণীয় এবং অযথা আতঙ্কিত না হওয়ার এই বার্তা দেওয়া হয়,লিফলেট এর মাধ্যমে।
বোঝানোর চেষ্টা করা হয় যাতে বাড়ির সকলেই ভালো করে হাত পরিষ্কার রাখে।হাঁচি এলে অবশ্যই রুমাল ব্যবহার নয়তো কনুই দিয়ে ঢাকার অনুরোধ করা হয়।বাইরে থেকে বিশেষ করে যেমন অন্য রাজ্য থেকে ঘুরে এলে বা কাজ থেকে এই সময় ফিরে এলে অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত।সাথে এটাও বলা হয় সাধারণ সর্দি,জ্বর,কাশি মানেই করোনা আক্রান্ত নয়!
গুজবে কান না দেবার অনুরোধ করা হয় ও অযথা আতঙ্কিত না হওয়ার বার্তা দেওয়া হয়।
পুরো করোনা সচেতনতা শিবিরটির নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদক মাননীয় রাকেশ পাড়ুই মহাশয়।