কোলকাতা রঙ্গশীর্ষ নাট্য উৎসব ২০২১
আনিসুর রহমান ,অয়ন বাংলা:- ৫ এবং ৬ই মার্চ দমদম নাগেরবাজার, থিয়ে-এপেক্সে সাড়ম্বরে আয়োজিত হল কোলকাতা রঙ্গশীর্ষ-এর নাট্য-উৎসব। সম্মাননা জানানো হয় শ্রী কৌশিক কর এবং শ্রী পার্থ প্রতিম দেব মহাশয়দের। পাশাপাশি এই সময়ের কিছু নাট্য নির্দেশকদেরও সম্মান জ্ঞাপন করা হয়।
নাট্যোৎসবের প্রথম দিন ছিল মূলত আয়োজক নাট্যদলের নাটক- ‘দ্বেষলাই’, নির্দেশক মনোজিৎ মিত্র। নাটক শেষে দর্শকদের জন্য ছিল বহু প্রতীক্ষিত কুইজ এবং পুরস্কার। এরপর ছিল নহলী প্রযোজিত নাটক ‘ঘুড়ি’ নির্দেশক শৈবাল দাস এবং প্রথম দিনের শেষ নাটক ইফটা প্রযোজিত ‘আ মর্ডান লোনলিনেস’, নির্দেশনার সায়ম। শেষে দর্শকদের নিয়ে রঙ্গশীর্ষের কলাকুশলীরা কেক কেটে দলের চতুর্থ জন্মদিন উদযাপন করে।
উৎসবের দ্বিতীয় দিন ছিল মোট পাঁচটি নাটক। প্রথম নাটক বাকসা ব্রাত্য নাট্যজনের ‘শেষ বিকেলের আলো’ নির্দেশক সুজিত বোস। দ্বিতীয় নাটক ছিল কোলকাতা রঙ্গশীর্ষের নাটক ‘অন্য শকুন্তলা’, নির্দেশনায় মনোজিৎ মিত্র।
এরপর ছিল বিভাবন প্রযোজিত নাটক ‘তবুও আমরা’ নির্দেশনায় ছিলেন সুপ্রিয় সমাজদার। মাঝে ছিল দ্বিতীয় দিনের কুইজ প্রতিযোগিতা। এরপর ছিল পিউপা থিয়েটার ল্যাব প্রযোজিত ‘এ রেড লেটার টু প্রেসিডেন্ট’, নির্দেশক অনির্বাণ এবং শেষ নাটক আড়িয়াদহ নাট্যপীঠ প্রযোজিত এবং অসীম ভট্টাচার্য নির্দেশিত নাটক ‘বড়ে ভাই সাহাব’।