মহিলা পুলিশের লাথি মসজিদের দরজায় , জেলাশাসক ও এসপির দফতরে বিক্ষোভ এলাকাবাসীর

Spread the love

নিউজ ডেস্ক, অয়ন বাংলা ,মেদিনীপুর:-ক্রমশ উত্তেজনার পারদ বাড়তে থাকায় আজ জেলাশাসক এস পি কে ডেপুটেশন। গত দেড় সপ্তাহ ধরে চলা সংঘর্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে জোর ধরপাকড় শুরু হয়েছে মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা, নিশ্চিন্দিপুর, ছেড়ুয়া সহ পাশাপাশি এলাকায়। গ্রামবাসীদের অভিযোগ, মুসলিম অধ্যুষিত ওই এলাকার নিশ্চিন্দিপুর গিয়ে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের ডিএসপি পদমর্যাদার এক মহিলা অফিসার গ্রামের মসজিদের দরজায় লাথি মেরেছেন।
স্বাভাবিকভাবেই এতে মুসলিম ভাবাবেগে আঘাত লেগেছে। মঙ্গলবার এই ঘটনার পর বুধবার একত্রিত একাধিক মুসলিম ধর্মাবলম্বী স্থানীয় বাসিন্দারা পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দফতরে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। তারা দাবি করেন, সংঘর্ষ থামানোর নাম করে স্থানীয় মুসলিম পরিবারগুলির ওপর অকথ্য অত্যাচার করছে পুলিশ। মসজিদের দরজাতেও লাথি মেরে মসজিদ খুলে তল্লাশি করা হয়েছে।
এই ধরণের ঘোর অপমানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই দাবিতে জেলাশাসকের দফতরে লিখিত অভিযোগ জানান তারা। একই রকমের অভিযোগ জেলা পুলিশ সুপারের অফিসেও জমা দিয়েছেন তারা। জেলাশাসক ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিতে বিক্ষোভ প্রশমিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.