ABN (অয়ন বাংলা নিউজ ):- PART TIME TEACHERS WELFARE ASSOCIATION পক্ষ থেকে বিশেষ আবেদন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে
মাননীয়,
ব্রাত্য বসু
শিক্ষামন্ত্রী,(স্কুল)
পশ্চিমবঙ্গ সরকার।
বিকাশ ভবন,কলকাতা।
*বিষয় -ম্যানেজিং কমিটি দ্বারা নিযুক্ত বিদ্যালয় আংশিক সময়ের শিক্ষকদের স্থায়ীকরণের জন্য আবেদন।*
মহাশয়,
আমরা রাজ্যের বিভিন্ন জেলার বিদ্যালয়ের আংশিক সময়ের শিক্ষক।আমরা বছরের পর বছর নিষ্ঠার সঙ্গে বিদ্যালয়গুলিতে শিক্ষাদান করে চলেছি। স্কুলের ম্যানেজিং কমিটি আমাদের নিয়োগ করেন এবং স্কুল ফান্ড থেকে আমাদের খুবই কম সাম্মানিক দেওয়া হয়।আমরা চাই সরকার আমাদের স্থায়ীকরণ করে বাঁচার মতো একটা ব্যবস্থা করুন।এই জন্য আমরা সকলে একত্রিত হয়ে 2019 সালের শুরু থেকে বারবার সরকারের কাছে আমাদের স্থায়ীকরণের জন্য আবেদন করে আসছি। আমরা সকল জেলায় ডি আই, ডি এম, নবান্ন ও বিকাশ ভবনে আপনার অফিসে বারবার আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। দয়াকরে আপনি আমাদের ৬০ বছরের স্থায়ীকরণ ও বাঁচার মতো একটা সাম্মানিক দেওয়ার ব্যবস্থা করুন, এই অনুরোধ করছি।
আশাকরি আপনি এ বিষয়ে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন।
*আমাদের দাবী*
1) স্থায়ীকরণ।
2) চাকুরিতে শিট সংরক্ষন।
3) ন্যায্য বেতন।
4)অবসর সময় এককালিন ভাতা প্রদান।
5) শারদ উৎসবে বোনাস।
6) পুনর্নিয়োগ।
নমস্কারান্তে
সমীর কুমার দেওঘোরিয়া
*State President*
PART TIME TEACHERS WELFARE ASSOCIATION.
Vill – Choutala, P.O-Ch. Bhagabandh, P.S- Para, Dist-Purulia, Pin – 723126
Mob -7908685835