কান্দীতে সাহিত্য সভা
—————————-
শুভ্র মুখোপাধ্যায়,অয়ন বাংলা :- গত ১৭ – ই ফ্রেবুয়ারী ‘ অভয়া’ পত্রিকার উদ্যোগে একটি প্রথম সাহিত্য সভার আয়োজন করা হয়, কান্দী জেল রোড- এ পত্রিকার সম্পাদিকা কেয়া রায় মুখার্জির বাসভবনে। অনুষ্ঠানের শুরুতেই সমস্ত কবি সাহিত্যিকদের চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেন- কিরণ মুখার্জি, কাঁকন মুখার্জি, রিনা ভট্টাচার্য ও ছায়া হালদার। এখানে সভাপতিত্ব করেন মাননীয় কবি শিশির রায়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাননীয় তরুণ দাস, কেয়া রায় মুখার্জি ও তার ছায়াসঙ্গিনী লীলাবতী সাহা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন কবি শ্রীমন্ত সরকার, ডাঃ দিলীপ ভট্টাচার্য, শুভাশিস ভট্টাচার্য, বন্দনা রায়,সিলভিয়া মুখার্জি, মঃ রহিম সেখ, শৈলেন্দ্র নাথ মুখোপাধ্যায়, শিশির রায়,তরুণ দাস, কবি কেয়া রায় মুখার্জি, কবি মলয় মিশ্র প্রমুখ। প্রত্যেকে বক্তব্যের শেষে একটি করে স্বরচিত কবিতা পাঠ করেন।এরপর কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এর লেখা ‘ রাস্তা কারো একার নয়’ কবিতাটি আবৃত্তি করেন কবি শুভ্র মুখোপাধ্যায়। কবিতাপাঠের পর্ব শেষে প্রত্যেক কবির হাতে একটি করে শান্তিনিকেতনী ব্যাগ তুলে দিয়ে সন্মানিত করেন কবি কেয়া রায় মুখার্জি। তিনি অভয়া গোষ্ঠীর থিমসঙটিও সুন্দরভাবে পরিবেশন করেন তার সগযোগী শিল্পীদের নিয়ে। সবমিলিয়ে গুণীজনের উপস্থিতিতে এবং তাদের অনবদ্য বক্তব্যের গুণে অনুষ্ঠানটি জমকালো ও আনন্দমুখর হয়ে ওঠে।