‘সমাজ বার্তা’ পত্রিকার উদ্যেগে সাহিত্য সভা ওগুণীজন সর্ম্বধনা বহরমপুরে
নিজস্ব সংবাদদাতা, বহরমপুর,২৫শে জুলাই: এই মুহূর্তে সবচেয়ে বেশি আক্রান্ত শব্দ, স্বাধীন ভাবে মত প্রকাশের অধিকার। গণতান্ত্রিক মূল্যবোধ দেশীয় সমাজজীবনের ধারাকে প্রবহমান রেখেছে। সেজন্য সহিষ্ণুতা এবং মনুষত্বের নিরবিচ্ছিন্ন চর্চাকে দীর্ঘ ১০বছর ধরে এগিয়ে নিয়ে চলেছে সাগরদীঘি থানার এক প্রত্যন্ত এলাকার পত্রিকা ‘সমাজ বার্তা।’
‘সমাজ বার্তা’ সংবাদপত্রের তৃতীয় বর্ষের দ্বিতীয় বিশেষ সংখ্যা প্রকাশিত হয়ে গেল সাংবাদিক সংঘের হল ঘরে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে। এদিন পত্রিকা গোষ্ঠীর তরফ থেকে সাহিত্য সম্মেলন ও গুণীজনদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সাংবাদিক, সাহিত্যিক, গায়ক, কবি, আবৃত্তিকারদের আবৃত্তি পরিবেশনায় অনুষ্ঠান মঞ্চ মুখরিত হয়ে ওঠে। পত্রিকার সম্পাদক মুস্তাফা শেখ জানান, আগামী দিনে গ্রামেগঞ্জে সাহিত্য প্রচারে তাদের আরো প্রচেষ্টা বৃদ্ধি পাবে।
সমাজ বার্তা সংবাদপত্রে’র
সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান
২৪ জুলাই, ২০২২
বহরমপুর সাংবাদিক সংঘের হল ঘরে।
অনুষ্ঠানের মূখ্য আলোচক মোহাম্মদ সাদউদ্দিন – বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক – তিনি বর্তমান সাহিত্য সাংবাদিকতার চালচিত্র নিয়ে বিস্তারিত আলোকপাত করেন। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন
ডাঃ কাজী আব্দুল মহিত – বিশিষ্ট চিকিৎসক, নিশীথ বরণ সিংহ রায় -সাহিত্যিক,
ইমদাদুল হক – বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক,
মতিউর রহমান – বিশিষ্ট সমাজসেবী,
চন্দ্রপ্রকাশ সরকার – বিশিষ্ট সাংবাদিক, অয়ন বাংলা নিউজের চিফ এডিটর আনিসুর রহমান ,
সৈয়দ হুমায়ুন রাণা, অরবিন্দ সরকার, উক্ত অনুষ্ঠানের সভাপতি সাধন কুমার রক্ষিত,
তায়েদুল ইসলাম, ডাঃ নাহিদুল হক,আব্বাস উদ্দিন শেখ, এস নাসিরুদ্দিন, সাদের আলী, হুমাউন রশিদ, ডক্টর সূর্যেন্দু দে, ইমতিয়াজ কবির, মহঃ রহিম সেখ, দেবিকা বন্দোপাধ্যায়, তুষার কান্তি খাঁ, হামিম হোসেন মন্ডল, মহঃ সানারুল মোমিন, আব্দুল গফফার, আবদুস সালাম, নুরুল হাসান, সুকুমার সাহা, জয়কুমার ধারা, মনিরুজ্জামান, আব্দুল হাদি, আব্দুস সালাম, ইলবাস আলি, মহম্মদ মফিজুল ইসলাম, এ কে এম গোলাম মর্ত্তোজা, নিমাই দত্ত, আঃ লতিফ, এম এ ওহাব, মজিবুর রহমান, জিকরাউল হক, ‘সমাজ বার্তা সংবাদ পত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ’ , মফেজুল সেখ, আসাদ আলি, জাহেদুল ইসলাম, রাজেশ শেখ(মুশা বিশ্বাস), অনিমা নাথ, ইসরাইল সেখ প্রমুখ।