নিজস্ব সংবাদদাতা :- ১টাকায় মধ্যাহ্নভোজন প্রায় তিন মাস ধরে 300 জনকে খাবারের দিচ্ছেন এর পর আরো এক ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ ৷ মুর্শিদাবাদের সোনু সুদ প্রখ্যাত সমাজকর্মী, শিল্পপতি রামকৃষ্ণ সিং চুন্নুর মস্তিষ্ক প্রসূত” নন্দিনী” প্রকল্পের শুভ উদ্বোধনের প্রাকমুহূর্ত ৷ নন্দিনী প্রকল্পে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কন্যা দায়গ্রস্থ অভিভাবকদের হাতে নগদ পাঁচ হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূল্যের ঘর সাজানোর সামগ্রী যেমন খাট, আলমারী, আলনা, ড্রেসিং টেবল, ট্রাঙ্ক, বেনারসী শাড়ি, সুতি শাড়ি, পাত্রের জন্য প্যান্ট শার্ট, ধুতি পান্জাবি, মেক আপের জন্য প্রসাধন সামগ্রী, কাসার বাসনপত্র ইত্যাদি ৷ রামকৃষ্ণ সিং চুন্নু বলেন, এলাকার দরিদ্র পরিবারের কন্যার বিয়েতে প্রতিমাসে মোট ছয় জনকে এই আর্থিক সহায়তা করা হবে ৷ পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়বে ৷ এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাক্কার জনপ্রিয় বিধায়ক মনিরুল ইসলাম, সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, সামশেরগঞ্জ থানার ওসি সুমিত তালুকদার, ধুলিয়ান পুরসভার দুই পুরকর্তা মেহেবুব আলম, হাসেন বিশ্বাস বাদশা, সমাজকর্মী সাজাহান মহালদার, সিদ্ধান্ত সিং সহ বহু বিশিষ্টজনরা ৷ উপস্থিত সকল অতিথিই মুর্শিদাবাদের সোনু সুদ সমাজকর্মী রামকৃষ্ণ সিং চুন্নুর ভূয়সী প্রশংসা করেন ৷
1) 1 টাকায় মধ্যাহ্নভোজন প্রায় তিন মাস ধরে 300 জনকে খাবারের দিচ্ছেন।
1)সুভিদ্রা দেবী হোমিও ক্লিনিক
নিশুল্ক হোমিও চিকিৎসালয়। বিনা পয়সায় চিকিৎসা ওষুধ দেওয়া হবে।
3) নন্দিনী প্রকল্প অসহায়-দুস্থ মেয়ে পরিবারকে প্রায় 30 থেকে 35 হাজার টাকা অনুদান দিবেন সেখানে রয়েছে পাঁচ হাজার টাকা নগদ ক্যাশ , একটি ছপ্পর খাট একটি তোষক দুইটি বালিশ একটি স্টিল আলমারি একটি আলনা একটি বাক্স মেয়ে পক্ষ পোশাক মেয়েদের যাবতীয় জামাইকে যা যা লাগে সম্পূর্ণ নন্দিনী প্রকল্প দিচ্ছেন।
পরিচালনায় সামশেরগঞ্জ থানা পাড়া কালী মন্দির ট্রাস্ট। উদ্যোগে রামকৃষ্ণ সিংহ, (চুন্নু দা)
সুভিদ্রা দেবী হোমিও ক্লিনিক ও নন্দিনী প্রকল্প শুভ উদ্বোধন, শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সামশেরগঞ্জ থানার ওসি সুমিত তালুকদার,, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সামশেরগঞ্জ বিদায় বিধায়ক আমিরুল ইসলাম, রামকৃষ্ণ সিংহ (চুন্নু), আলী হাসান (বাপি)এডভোকেট রবিউল ইসলাম,