নিউজ ডেস্ক :- এবার করোনা মোকাবিলায় আন্তজার্তিক স্বীকৃতি মমতার সরকারকে করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় দেশের মধ্যে ভাল কাজ করছে এটা বাংলার জনরব প্রথম থেকেই বলে আসছে । সত্যি কথা হল , মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলায় সমগ্র দেশকে পথ দেখাচ্ছে । বিজেপি দল বিরোধী হিসাবে মমতা সরকারের করোনা মোকাবিলার বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করলেও কেন্দ্র সরকার আসলে মমতার দেখানো পথেই হাঁটছে । আমরা হয়তো মমতা বন্দ্যেপাধ্যায় এই সাফল্য বুঝতে পারছি না । কিন্ত আন্তর্জাতিক মহল তা উপলব্ধি করতে পেরেছে । তাই এবার করোনা মোকাবিলায় আন্তর্জাতিক মঞ্চে সেরার সম্মান ছিনিয়ে আনতে সমর্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ফলে বিরোধীদের অপপ্রচার ভোঁতা হয়ে গেল ফের একবার।
রাষ্ট্রসংঘের অনুমোদিত সংস্থা শান্তি পরিষদ পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করে বলেছে করোনা মোকাবিলায় বিশেষ পারদর্শিতা দেখিয়েছেন আপনারা। বিশ্বব্যাপী মহামারীর মধ্যেও পশ্চিমবঙ্গ জনসাধারণের পাশে দাঁড়িয়েছে। আমফানের মতো বিপর্যয় মোকাবিলা করেছে। রাষ্ট্রসংঘের পাঠানো ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’-তে এই কাজের ভূয়সী প্রশংসা করা হয়েছে।
জাপানে অবস্থিত ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেল করে ‘সিম্বল অফ গ্র্যাটিটিউড’-এর বার্তা দেওয়া হয়েছে।
ওই সংস্থার পক্ষে আরও লেখা হয়- আপনাদের হাতে শংসাপত্র তুলে দিতে পেরে আমরা গর্বিত। ইউনাইটেড নেশন ওয়ার্ল্ড পিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রাজ্যের প্রতিনিধিদের জাপানে আমন্ত্রণও জানানো হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, করোনা যোদ্ধা হিসেবে আন্তর্জাতিক সম্মান পাচ্ছেন নির্মল মাজি। এই সম্মান পেয়ে স্বভাবতই তিনি খুশি।
মার্চের মধ্যে দেশের চারটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ককে বেসরকারিকরণ করার জন্য সরকারি শেয়ার বিক্রি করার নির্দেশ পিএমও-রলকডাউনের দিন চিড়িয়াখানার ভিতরে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই