নিউজ ডেস্ক,অয়ন বাংলা;- লোকসভা অপ্রত্যাশিত খারাপ ফল ,নিজেদের ভুল ত্রুটি শোধরানো ,লোকসভা ভোটের ধাক্কার জের। দলের বিধায়কদের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, বিধায়কদের জন্য বেশ কয়েকটি নির্দেশনামা বেধে দিয়েছেন মমতা।
১. জনসংযোগে আরও জোর দিতে বলেছেন বিধায়কদের।
২.সংবাদমাধ্যমকে এড়িয়ে চলার নির্দেশ
৩. সবার সামনে আলপটকা মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
৪. বিরোধীদের সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে হবে।
৫. ব্যক্তিগত প্রয়োজনে বিদেশ গেলে দলকে তার পূর্নাঙ্গ তথ্য দিতে হবে।
৬. পাশাপাশি, প্রতি বিধানসভা পিছু চারজনের একটি কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। যাদের মধ্যে দুজন বুথ দেখবেন, একজন সোস্যাল মিডিয়া দেখবেন, একজন বিধায়কদের প্রোগাম দেখবেন।
এছাড়াও ১৮ জুলাইয়ের মধ্যে কমিটিতে যাঁরা থাকবেন তাঁদের নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিতে হবে। তবে, এদিন বৈঠকের সময় ঘরে ছিলেন না প্রশান্ত কিশোর। গোটা বৈঠক চলাকালীন তৃণমূলের ভোটগুরু বসে ছিলেন পাশের ঘরেই। বৈঠকে গরহাজির ছিলেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তও।