নিউজ ডেস্ক:- আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে দিল্লি বিভিন্ন মসজিদে খাবারের ব্যবস্থা করা করেছে । সরকারের তিনটি কৃষি আইন এর বিরুদ্ধে হরিয়ানা পাঞ্জাব এর কয়েক হাজার কৃষক দিল্লি অভিমুখে রওনা দেয়। কাঁদানো গ্যাস, জলকামান ও লাঠিচার্জের পরেও দমানো যায়নি তাদেরকে। কৃষকরা পৌঁছে যায় দিল্লিতে এবং এই আইনগুলি বাতিল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা গ্রহণ করে।
আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে দিল্লি বিভিন্ন মসজিদে খাবারের ব্যবস্থা করা হয়েছে। যে ঐতিহাসিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। টুইটার ব্যবহারকারী মোহাম্মদ আজমল খান একটি ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন দিল্লির বেশ কয়েকটি মসজিদে পাঞ্জাব এবং অন্যান্য রাজ্য থেকে আগত কৃষকদের জন্য খাবারের আয়োজন করা হয়েছে যেমনভাবে সিএএ এনআরসি বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে তাঁরা আমাদের পাশে দাঁড়িয়েছিল। এবার তাদের পাশে দাঁড়ানো আমাদের পালা।
সমাজকর্মী নাদিম খান আরো লিখেছেন যে কিভাবে দিল্লির বেশ কয়েকটি মসজিদে খাবারের ব্যবস্থা করা হচ্ছে কৃষকদের জন্য দিল্লি জুড়ে বেশ কয়েকটি মসজিদে রান্নাঘর স্থাপন করে বিনামূল্যে কৃষকদের খাবার বিতরণ দেশের বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট প্রশংসার দাবি রাখে।