স্বাস্থ্য বিষয়ক কলাম ” মাসিকের সমস্যা ” লিখেছেন বাংলার প্রখ্যাত চিকিৎসক ডাক্তার ইয়ার আলী

Spread the love

অয়ন বাংলা ,প্রতিবেদন :- বর্তমান প্রেক্ষাপটে বহু দূরূহ ও অজানা ( যদিও Idiopathic/Genetic/Autoimmune বলে পরিচিত) রোগ আমাদের মধ্যে বিচরণ করছে! তন্মধ্যে, মেয়েদের PCOD/PCOD বা পলিসিষ্টিক অভারিয়ান ডিজিজ/সিন্ড্রোম এখন প্রায়ই মেয়েদের লক্ষ্য করা যাচ্ছে৷

এতে সমস্যাগুলির মধ্যে যেগুলি রোগী বা রোগীর বাড়ির লোকজন সাধারনতঃ বর্ণনা দেন —
১) মাসিকের সময় তলপেটে প্রচন্ড যন্ত্রনা ৷
বা/এবং
২) মাসিক ঠিক ঠিক নির্দিষ্ট ইন্টারভেলে হয়না৷
বা/এবং
৩) মাসিকের রক্তস্রাব অতিঅল্প ৷
বা / এবং
৪) মাসিকের রক্তস্রাব অতিবেশী বা বন্ধ হয়না৷
বা /এবং
৫) বিবাহিত হলে, সন্তান ধারণে অক্ষমতা বা সহজে পেটে বাচ্চা আসেনা৷
বা/এবং
৬)সাদাস্রাব

PCOS এর একচুয়াল কিউরেবল ট্রিটমেন্ট এখনও অধরা!!!

কারণ, এই রোগের প্রকৃত কারণ এখনও অধরা!!

যতটুকু ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট আছে তা সবটাই ফিজিওলোজিক্যাল হরমোনাল বা সিম্পটোমাটিক৷

কিন্তূ, আশার বিষয় হল— এই রোগটি জেনেটিকও নয়; অটোইমিউনও নয় ; আবার ইডিওপ্যাথিকও নয়৷

এর জন্য একটি নির্দিষ্ট কারণ আছে৷

যেটাকে ধ্বংশ করতে পারলে PCOS /PCOD তো নির্মূল হবেই; সাথে সাথে রোগীর সমস্যাগুলিও যাবে৷ উপরন্তূ, ঐ একই কারণ থেকে আনুষঙ্গিক যে সমস্যা বা রোগগুলি হয় , সেগুলিও যাবে —
1) Migraine or chronic headache
2) Fatty liver
3) Weight gain
4) Dyspepsia
5) Chronic constipation
6) Mood swings/Depression/Anxiety
7) Thyroid Disorders
8) Mayalgia /Leg cramps
9) Bulky uterus/ Adenomyosis
10) Endometriosis
11) Joints pain
12) Palpitation
13) Generalised Weakness

উপরিউক্ত সকল সমস্যাগুলি একসঙ্গে থাকতেও পারে( বয়স ৩৫—৪০) , আবার নাও পারে৷ তবে , সমস্যাগুলি একের পর এক আসতে পারে ( খাদ্যাভ্যাস বা ইমিউনিটির উপর ডিপেন্ডেবল) ৷ সমস্যাগুলির রুট কারণ কিন্তূ একটাই!!!

হ্যাঁ, একটাই৷

বিস্তারিত অন্যদিন৷

ধন্যবাদ , সকলকে৷ সুস্থ থাকা ও সুস্থ হওয়া সবার মৌলিক অধিকার৷ আপনার শরীর সর্বদায় আপনার স্বপক্ষে থাকে৷ মানুষের দেহ সৃষ্টিকর্তার নিজ হাতের স্পর্শে তৈরী করা অতি নিপুন ও পরিকল্পিত , সুসংহত ও সুসজ্জিত সৃষ্টি৷ অতএব, এই সৃষ্টিতে জীনগত ত্রুটি বা জেনেটিক ত্রুটি মনে করাও সীমালঙ্ঘন করা হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.