আগামী ৪ বছরে প্রায় ১০০টি সরকারি সংস্থা বিক্রি করবে, মোদী ২ সরকার

Spread the love

ওয়েব ডেস্ক :- :আগামী ৪ বছরে প্রায় ১০০টি সরকারি সংস্থা বিক্রি করার যোজনা তৈরির উপরে কাজ করছে কেন্দ্র সরকার ৷ এর জন্য যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে ৷ নীতি আয়োগের তরফে কেন্দ্র সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়গুলিকে সেই সমস্ত সম্পত্তিগুলি চিহ্নিত করতে বলা হয়েছে যেগুলিকে আগামী কয়েক বছরে মনিটাইজ করা যাবে ৷ এর জন্য নীতি আয়োগের তরফে একটি পাইপলাইন তৈরি করার কথা বলা হয়েছে ৷ নীতি আয়োগ সেই সমস্ত সম্পত্তি ও সংস্থার একটি লিস্ট তৈরি করেছে যেগুলি আগামী দিনে বিক্রির জন্য শিডিউল করা যেতে পারে ৷
ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, নীতি আয়োগ কমপক্ষে ১০০-র বেশি সম্পত্তি চিহ্নিত করেছে যেগুলির বেসরকারিকরণ করা হবে ৷ এর মূল্য প্রায় ৫,০০,০০০ কোটি টাকা হবে ৷ সূত্রের খবর অনুযায়ী, সরকার এই সম্পত্তিগুলি বিক্রি করার জন্য ফাস্টট্র্যাক মোডে কাজ করছে ৷

এর মধ্যে পোর্ট, ক্রুজ টার্মিনাল, টেলিকম পরিকাঠামো, তেল ও গ্যাস পাইপলাইন, ট্রান্সমিশন টাওয়ার, রেলওয়ে স্টেশন, স্পোর্টস স্টেডিয়াম একাধিক সামিল রয়েছে ৷ সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ওয়েবইনারে সরকারের বিলগ্নিকরণের প্ল্যান নিয়ে আলোচনা করেছেন ৷ তিনি জানিয়েছেন, বেসরকারিকরণের জেরে রোজগার মিলবে ৷ এছাড়া বেসরকারিকরণের জেরে যে টাকা আসবে তা সাধারণ মানুষের জন্য ব্যবহার করা হবে ৷ বন্ধ পড়ে থাকা ১০০ টি সংস্থা বিক্রি করে টাকা জোগার করার উপরে জোর দিচ্ছে সরকার ৷ নতুন রিপোর্ট অনুযায়ী, প্রায় ৭০-র বেশি সংস্থা লোকসানে চলছে ৷ এর মধ্যে কিছু ইউনিট রাজ্য সরকারের তরফে পরিচালনা করা হয় ৷ লোকসানে চলা সমস্ত ইউনিট বন্ধ করতে চায় সরকার ৷

 

বাজেটে নির্মলা সীতারমন জানিয়েছিলেন সরকার বিলগ্নিকরণের মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকার লক্ষ্য রেখেছে ৷ জুলাই-অগাস্টের মধ্যে এয়ার ইন্ডিয়া ও বিপিসিএল-এর বেসরকারিকরণের প্ল্যান সম্পূর্ণ হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে ৷

সৌজন্য:- News 18

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.