মোদির গড়ে বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল ABVP

Spread the love

ওয়েবডেস্ক:- মোদির গড়ে বারাণসী তে গো হারা হারল ABVP মই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা । গত রবিবার এরই মধ্যে বারাণসীর সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন নির্বাচনে বিরাট ব্যবধানে জয়লাভ করল কংগ্রেসের ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)। বিশ্ববিদ্যালয়ের চার আসনের চারটিই কংগ্রেসের দখলে গিয়েছে। দীর্ঘদিনের ক্ষমতাসীন এবিভিপি-কে পরাস্ত করে এই জয় বাগিয়ে নিয়েছে কংগ্রেস।

নির্বাচনে সভাপতির পদপ্রার্থী হিসেবে জয়লাভ করেছেন এনএসইউআই-এর শিভম শুক্লা। তিনি বিরাট ব্যবধানে হারান এবিভিপি-র হর্শিত পাণ্ডেকে। সহ-সভাপতি হয়েছে কংগ্রেসের শিবিরেরই চন্দন কুমার মিশ্র। সাধারণ সম্পাদক এবং লাইব্রেরিয়ানের পদে ভোটে জেতেন এনএসইউআই-এর অবিনাশ পাণ্ডে ও রজনিকান্ত দুবে।

ফলাফল বের হওয়ার পর দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি পদে কংগ্রেসের শিভম পেয়েছেন ৭০৯টি ভোট। অন্যদিকে এবিভিপি-র হর্শিত পাণ্ডের ভাগ্যে জুটেছিল মাত্র ২২৪টি ভোট। ৫৫৩টি ভোট সহ সহ-সভাপতি পদ হাসিল করেন এনএসইউআই-এর চন্দন কুমার মিশ্র।

তবে দেশের বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বাড়তে থাকা উত্তেজনার কারণে উপাচার্য রাজরাম শুক্লা যে কোনও রকমের বিজয় উৎসব বা মিছিল থেকে দূরে থাকার উপদেশ দিয়েছেন জয়ী পড়ুয়াদের। এমনকী অশান্তির আশঙ্কা জয়ী পড়ুয়াদের পুলিশি নিরাপত্তা সহ বাড়ি ফেরার ব্যবস্থা করা হয় কলেজ প্রশাসনের তরফে।

সৌজন্য:- মহানগর নিউজ ডেস্ক

One thought on “মোদির গড়ে বারাণসীর সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেল ABVP

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.