ওয়েব ডেস্ক:- করোনা নিয়ে নেই কোন আর্থিক প্যাকেজ আর মোদিজী বিশ হাজার কোটি টাকা দিল রাষ্ট্রপতি আর সংসদ ভবন সংস্কারে। মানুষের জীবনের নিরাপত্তা আজ মুল্যহীণ । কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, ২০২২ সালের মধ্যে অর্থাৎ ভারতের ৭৫ তম স্বাধীনতা দিবসের আগেই ঢেলে সাজানো হবে দিল্লির পাওয়ার করিডর। রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে নর্থ ব্লক, সাউথ ব্লক এমনকী সংসদ ভবনও সংস্কার করা হবে। গত বছরই সব পরিকল্পনা সেরে ফেলা হয়েছে। এর জন্য প্রয়োজনীয় ৮৬ একর জমি এবং ২০ হাজার কোটি টাকা, দুইয়েরই ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্র
প্রশ্ন উঠছে দেশ যখন করোনা আতঙ্কে ত্রস্ত তখন এমন ‘বিলাসিতা’ কেন? করোনার জেরে একদিকে যেমন হাজারো মানুষের প্রাণ যাওয়ার আশঙ্কা থাকছে, তেমনি অর্থনৈতিক দিক থেকেও ভারতের বিরাট ধাক্কা খাওয়ার আশঙ্কা থাকছে। এই পরিস্থিতে কেন্দ্রের আর্থিক প্যাকেজের অপেক্ষায় একাধিক শিল্পক্ষেত্র। কেন্দ্র সাহায্যে না এগিয়ে এলে ধাক্কা খাবে এই শিল্পগুলি। হাজার হাজার মানুষকে কাজ হারাতে হবে। অথচ এখনও কোনও আর্থিক প্যাকেজ ঘোষণা না করে সরকার রাষ্ট্রপতি ভবন