বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি ও একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে চলেছেন মুকুল রায়
পরিমল কর্মকার (কলকাতা) : বিগত বেশ কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে বঙ্গ রাজনীতির চাণক্য মুকুল রায়। একদা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন্ কমান্ড মুকুল রায় অনেক মান অভিমান নিয়ে নাম লিখিয়েছিলেন গেরুয়া শিবিরে। কিন্তু সেখানে একের পর এক নির্বাচনী সাফল্য দেওয়ার পরেও না পেয়েছেন পদ, না পেয়েছেন মন্ত্রিত্ব। যার ফলে সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে রটে যায় মুকুল রায় নাকি তৃণমূলে ফিরতে পারেন। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি ও একইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়, এমনটাই খবর বিশ্বস্ত সংবাদ সূত্রের।
যদিও ফোনে একান্ত এক সাক্ষাৎকারে মুকুল রায় জানিয়েছেন, দিল্লী গিয়ে এসব নাকি কিছুই আলোচনা হয়নি। বরং বাংলায় বিজেপি’র রাজনীতি কোন পথে চলবে, মূলতঃ তা নিয়েই আলোচনা হয়েছে। তবে নির্ভরযোগ্য সূত্রের খবর, দিল্লিতে শনিবার মুকুল রায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আলোচনা ছিল এরাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের রূপরেখা নিয়ে। সেইসঙ্গে ওই বৈঠকেই মুকুল রায়কে নিজের ডান হাত করতে চান বলে অভিমত প্রকাশ করেন অমিত শাহ। এরপরই বিজেপি’র কেন্দ্রীয় নেতৃত্বের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী মুকুল রায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিন্ত্রীর দায়িত্ব পেতে চলেছেন একইসঙ্গে বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি মনোনীত হওয়াও নাকি শুধুমাত্র সময়ের অপেক্ষা। এমনটাই খবর ওই বিশ্বস্ত সংবাদ সূত্রের।