নাবাঙ্কুর নাট্য উৎসব এক মনোরম পরিবেশে অনুষ্ঠিত হল

Spread the love

নিজস্ব সংবাদদাতা :-    গত ২৮ এবং ২৯ নভেম্বর ২০২১ তপন থিয়েটার এ দুপুর ৩ টে অনুষ্ঠিত হল নাবাঙ্কুর নাট্য উৎসব। ২৮ নভেম্বর অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন ডঃ হৈমন্তী চ্যাটার্জী [ সদস্য সচিব রাজ্য একাডেমী] ও অতনু সরকার [নির্দেশক ঃ থিয়েলাইট]।

 

এরপর পর পর অনুষ্ঠিত হয় ৪ টি নাটক।

১ম নাটক অশোকনগর নাট্যমুখের “কূহকিনী বীররাত্রি” নাট্যরূপ ও পরিচালনা অভি চক্রবর্তী কাহিনী : সৌমিত্র বিশ্বাস।

২য় নটক তিলজলা ঋতুর বাজারে কি মধু আছে ?”। নাটক ঃ শুভাশিস খামারু। নির্দেশনাঃ স্বপ্নদীপ সেনগুপ্ত।

৩য় নাটক হাওড়া স্বাপ্নসূজন এর ” ভেতর ঘরে বৃষ্টি”। নাটক ও নির্দেশনাঃ তপন কুমার হাজরা।

৪র্থ নাটক রানীকুঠি আঙ্গিক এর ” বাতিঘর ” নাটক ঃ সুমদ্র চট্টোপাধ্যায়। নির্দেশনাঃ সুশান্ত মজুমদার ।

 

২৯ নভেম্বর সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় নাট্যালোচনা বিষয় “অতিমারীর পর শিশু নাটক ও শিল্পী” বক্তা ছিলেন রঞ্জন গঙ্গপাধ্যায়,শুভাশীষ ব্যনার্জী, শুভজিৎ ব্যানার্জী। সঞ্চালনায় জয়েশ ল। এরপর দুপুর ৩টে থেকে মঞ্চস্থ হয় পর পর ৪ টি নাটক।

১ম নাটক টালিগঞ্জ রঙ্গ ব্যাঙ্গ এর “ চলমান অশরীরী “নাটক ঃ জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। নির্দেশনাঃসুশান্তনীল

2. য় নাটক গড়িয়া সুচর্চা এর “সীমান্ত তবুও “ নাটক ও নির্দেশনাঃ নন্দন ভট্টাচার্য।

৩য় নাটক থিয়েটার সাইন এর ” তোমার ডাকে” নাটক ও নির্দেশনাঃ শুভজিৎ বন্দোপাধ্যায়

৪ র্থ      নাটক সংকেত দ্য গ্রুপ থিয়েটার এর “মৃত্যুর চোখে জল” নাটক ঃ মনোজ মিত্র। নির্দেশনাঃনন্দিতা মুখার্জী।

 

 

গোটা নাট্যানুষ্ঠানটিই এক অপরুপ শোভা বর্ধন করে ,এবং পরিশেষে সকলেই নাটক এর ভূয়সী প্রশংসা করেন ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.