রাজ্যে নতুন রাজনৈতিক শক্তির জন্ম হতে চলেছে !

Spread the love

রাজ্যে নতুন রাজনৈতিক শক্তির জন্ম হতে চলেছে

 

নিউজ ডেস্ক :- বঙ্গ রাজনীতিতে একুশের ভোট কে সামনে রেখে প্রতিদিনই উত্তেজনার পারদ চড়ছে । এবার রাজ্যে এক নতুন রাজনৈতিক জোট এর প্রকাশ হতে চলেছে শীঘ্রই।নির্ভর যোগ্য সূত্রে জানা যাচ্ছে জোটের নাম হবে ” বাংলা গণ মোর্চা ” । পিছিয়ে রাখা সম্প্রদায়ের ব্যক্তি, সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল এই মোর্চার সদস্য হতে পারবে। লকডাউন আবহে যখন কেন্দ্র ও রাজ্যের শাসক দল ছাড়া অন্য কেউ সভা সমিতি করার সুযোগ পাচ্ছে না তখন বেশ কিছু ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক সংগঠন নতুন করে রাজনৈতিক কাজকর্ম শুরু করার উদ্যোগ গ্ৰহন করে। জুনের প্রথম সপ্তাহে এই উদ্যোগ শুরু করে ইতিমধ্যে ডজন খানেক অনলাইন মিটিং সেরে ফেলেছেন। উদ্যোক্তারা প্রাথমিক ভাবে একটি ছোট চিঠি বিভিন্ন ব্যক্তি ও সংগঠন এর কাছে পাঠাচ্ছেন। তাতে লেখা হয়েছে” পশ্চিমবঙ্গের দলিত, তপশিলিজাতি, উপজাতি,অনগ্রসর সমাজ ও সংখ্যালঘু সমাজের মানুষ আজ দিশেহারা।

 

বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সময়ের ডাক হল সমস্ত পিছিয়ে পড়া মানুষকে ঐক্যবদ্ধ ভাবে মুক্ত করা। এই পিছিয়ে পড়া সমাজকে মুক্ত করতে হলে সবাইকে নিয়ে একটি রাজনৈতিক মঞ্চ তৈরী করার প্রয়োজন মনে করে তারা রাজনতৈিক জোটের মঞ্চ তৈরী করছে।।উদ্যোক্তাদের এক জন জানালেন আমরা খুব তাড়াতাড়ি আনুষ্ঠানিক ভাবে ময়দানে হাজির হবো। তার আগে এর বেশি কিছু বলছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.