ওয়েব ডেস্ক:- কুখ্যাত ডন উত্তরপ্রদেশের আট পুলিশকর্মী গতকাল ধরা পড়ার পর আজ তাকে উজ্জয়নী থেকে নিয়ে আসার পথে কানপুরের কাছে আজ পুলিশী ইনকাউন্টারে মৃত হল গ্যাংস্টার বিকাশ দুবের । পুলিশি এনকাউন্টারে খতম কুখ্যাত গ্যাংস্টার বিকাশ দুবে। শুক্রবার ভোরে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসার সময় ঘটে নাটকীয় ঘটনা। কানপুরের কাছে দুর্ঘটনায় পড়ে বিকাশের গাড়ি। কনভয়ে যে গাড়িতে বিকাশ ছিল, আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে সেই গাড়িটিই উলটে যায়। সুযোগ বুঝে পালাতে যায় সে তখনই গুলি চালায় পুলিশ। তার কোমরে গুলি লাগে।
পুলিশ সূত্রে খবর, এদিন তাকে মধ্যপ্রদেশ থেকে নিয়ে আসছিল উত্তরপ্রদেশ পুলিসের স্পেশ্যাল টাস্ক ফোর্স। নিয়ে বিকাশ উলটে যাওয়া গাড়ি থেকে পালাতে চেষ্টা করে। এক পুলিশ কর্মীর থেকে পিস্তল ছিনিয়ে গুলি চলতে শুরু কর সে। পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। সূত্রের খবর, উজ্জ্বয়িনী থেকে ধৌলি আনার পথে বিকাশের গাড়ি উলটে যেতেই গ্যাংস্টারের কিছু সঙ্গীও সেখানে যোগ দেয়। এর পর তাকে আহত অবস্থায় হাসপাতালে ভরতি করা হয় এর পর ডাক্তার এসে বলে তার মৃত্যু হয়েছে। এই পুলিশ কর্মীদের হত্যা নিয়ে গোটা দেশ উদ্বেগে।
একটু গ্যাংস্টার বিকাশ দুবের মৃত্যু কনর্ফাম করে ডাক্তার রা।