ওয়েবডেস্ক: সারদার সঙ্গে সঙ্গে নারদা কাণ্ড নিয়েও যথেষ্ট তৎপর সিবিআই। আজ নারদা কাণ্ডের অন্যতম অভিযুক্ত আইপিএস এসএমএইচ মির্জাকে গ্রেফতারি তার মুখ্য প্রমাণ। নারদ স্টিং অপারেশন কাণ্ডের প্রায় সাড়ে তিন বছর পর এই প্রথম কাউকে গ্রেফতার করল সিবিআই। এখন জানা যাচ্ছে এই ঘটনায় তদন্তের স্বার্থে এক বিজেপি নেতাকেও ডাকতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এই বিজেপি নেতা আবার সদ্যই গেরুয়া শিবিরে যোগদান করেছেন! খবর এমনই।
সূত্রের খবর, সিবিআই এমনই এক বিজেপি নেতাকে ডাকতে পারে যিনি নারদা কেলেঙ্কারির সঙ্গে যুক্ত, তখন তিনি তৃণমূলে ছিলেন। পরবর্তী সময়ে তিনি তৃণমূল শিবির ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দেন। আইপিএস মির্জাকে গ্রেফতার করার পর এই তদন্তের বেগ আরও বাড়াচ্ছে বদ্ধপরিকর সিবিআই। সেই কারণেই তদন্তের স্বার্থে এই বিজেপি নেতাকে ডাকা হতে পারে। পাশাপাশি এও জানা যাচ্ছে, মির্জার মুখোমুখি বসিয়েই তাঁকে জেরা করা হতে পারে। সিবিআই সূত্রে খবর, খুব শীঘ্রই এই বিজেপি নেতাকে তলব করা হবে।
২০১৬ সালের এই কেলেঙ্কারির সময় তৃণমূলের ঠিক কোন কোন নেতার নাম জড়িয়েছিল তা সকলেরই জানা। একইসঙ্গে পরবর্তী সময় কোন তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন তাও স্পষ্ট হয়ে গিয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ইতিমধ্যেই সেই নেতাও বুঝে গিয়েছেন যে তাঁকে ডাকা হতে পারে, এবং হয়তো তিনি জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছেন।
উল্লেখ্য, সোমবার পর্যন্ত সিবিআই হেফাজত হল প্রাক্তন আইপিএস অফিসার এসএমএইচ মির্জার। সিবিআই-এর বিশেষ আদালত এসএমএইচ মির্জার পাঁচদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয়।
সৌজন্য:- মহানগর