নিউজ ডৈস্ক:- মোদিজীর লকডাউন ঘোষণার পর থেকে ,স্যোসাল মিডিয়া আর ঘরে বাইরে চলছিল আলোচনা সমালোচনা । অবশেষে ঘোষিত হল এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার প্যাকেজ।
করোনা সংকট কাটাতে “প্রধানমন্ত্রী গরিব কল্যাণ “স্কিম আনল সরকার৷ এ দিন এই ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ এই প্রকল্পে সরাসরি গরিবদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর পাশাপাশি খাদ্যশস্য সরবরাহ করবে কেন্দ্র৷ পাশাপাশি আরও বেশ কিছু সরকারি প্রকল্পের সুযোগ সুবিধাও বাড়ানো হয়েছে৷ একনজরে দেখে নিন কী কী ঘোষণা করল সরকার-
** মোট ১ লক্ষ ৭০ হাজার কোটির প্যাকেজ৷ সরসারি ব্যাঙ্ক লেনদেনের পাশাপাশি খাদ্য সরবরাহ নিশ্চিত করা হবে৷
)
** সরকার কাউকে অভুক্ত থাকতে দেবে না৷ পর্যাপ্ত পরিমাণে খাদ্যশস্য সরবরাহ নিশ্চিত করা হবে৷
** শহর এবং গ্রামের গরিব মানুষের জন্য এই বিশেষ প্যাকেজ ঘোষণা৷
** চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের সাফাইকর্মী, আশা কর্মী যাঁরা সামনে থেকে করোনা রোগীদের চিকিৎসরার সঙ্গে যুক্ত জন্য মাথাপিছু পঞ্চাশ লক্ষ টাকা করে স্বাস্থ্য বিমা৷
** প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় ১০ কেজি করে চাল অথবা গম আগামী তিন মাস ধরে মাথাপিছু পাবেন উপভোক্তরা৷ সঙ্গে পরিবার পিছু এক কেজি করে ডাল দেওয়া হবে৷ পুরোটাই দেওয়া হবে বিনামূল্যে৷ উপকৃত হবে ৮০ কোটি পরিবার৷
** কৃষকদের এখনই ২ হাজার টাকা করে দেবে সরকার৷ ৮ কোটি ৬৯ লক্ষ কৃষক উপকৃত হবেন৷ প্রধানমন্ত্রী কৃষক কল্যাণ প্রকল্পের অধীনে যে টাকা প্রাপ্য ছিল এপ্রিলের প্রথম সপ্তাহেই তা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে৷
** মহিলাদের জনধন অ্যাকাউন্ট আগামী তিন মাস ধরে মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে৷
** উজ্জ্বলা যোজনায় উপভোক্তাদের জন্য প্রথম তিনমাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে৷
** মাসিক ১৫ হাজার টাকার কম বেতন পান বা যে সংস্থায় কর্মীদের সংখ্যা একশো বা তার কম, এমন শ্রমিকদের সম্পূর্ণ প্রভিডেন্ট ফান্ড অনুদান কেন্দ্রীয় সরকার দিয়ে দেবে৷
** একশো দিনের শ্রমিকদের মজুরি বাড়িয়ে ১৮২ টাকা থেকে করা হলো ২০২ টাকা৷
** নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের জন্য ৩১ হাজার কোটি টাকার তহবিল ব্যবহার করা হবে৷ রাজ্য সরকারগুলিকে সেই নির্দেশ দেওয়া হয়েছে৷
** ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ড ব্যবহার করে করোনা সংক্রমণ রুখতে চিকিৎসা পরিকাঠামো এবং পরিষেবা উন্নত করার জন্য রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে৷
এছাড়াও নির্মান শ্রমিকদেরকেও বিশেষ সুবিধা প্যাকেজ দেওয়া হয়েছে যেটা রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে দেওয়া হবে।
সৌজন্য:- News 18 Bengali
অসাধারণ খবর ।
ধন্যবাদ