“পথশ্রী” প্রকল্পের মাধ্যমে নদীয়ার শান্তিপুরে প্রতিদিন একটি করে রাস্তা উদ্বোধন চলছে
সমীর দাস .অয়ন বাংলা .নদীয়া :- মঞ্চে তখন বাউল শিল্পী বাপি বৈরাগী গান ধরেছে “এখন তো আর সেই নদীয়া… নদীয়া নয়।
নির্মল নদিয়া গড়েছে বাংলা…..
দেখো রে সবাই।” নদীয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর গ্রামের দীর্ঘদিনের চাহিদার মান্যতা দিয়ে সকল জনপ্রতিনিধি উপস্থিত উদ্বোধনে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুলবাড়ী থেকে 12 হাজার কিলোমিটার পথ ঘোষণার সাথে গত পয়লা অক্টোবর শুরু হয়েছিলো ওই কাজ। কিন্তু সকল প্রশাসনিক নেতৃবৃন্দ প্রত্যেক অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে শান্তিপুর ব্লকে গত তিন থেকে নয় তারিখ পর্যন্ত চলবে নিয়মিত রাস্তা মেরামত এবং নির্মাণের কাজ। সেই অনুযায়ী প্রথমদিন গয়েশপুর অঞ্চলের হিজুলি, দ্বিতীয় দিন বেলঘড়িয়া 1 নম্বর অঞ্চলের পুংলিয়া, এবং আজ বাবলা অঞ্চলের গোবিন্দপুরঅঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ গোবিন্দপুর বারোয়ারী দূর্গা মন্দির থেকে ষাটপ্লট পর্যন্ত দীর্ঘ 1. 2 কিলোমিটার একটি রাস্তার উদ্বোধন করতে এসেছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, সহকারি সভাপতি দীপক বসু, জেলা পরিষদ সদস্য নিমাই বিশ্বাস, শান্তিপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক সুমন দেবনাথ ,পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা প্রামানিক, প্রধান উন্নতি সরদার সহ সকল পঞ্চায়েত এবং সমিতির সদস্যবৃন্দ। উক্ত অনুষ্ঠানে বিধায়ক অরিন্দম ভট্টাচার্য নতুন করে বেশ কিছু পাকা রাস্তার সম্ভাবনার কথা জানান।
জেলা পরিষদের প্রবীণ সদস্য নিমাই বিশ্বাস জানান, আমাদের ছোটবেলায় কাদামাটির জন্য দীর্ঘ পথ ঘুরে পৌঁছতে হতো রাস্তা খারাপের কারনে। আর এখন পাড়ায় পাড়ায় পিচ রাস্তা , শুধুমাত্র বর্তমান সরকারের কারণে। সভাধিপতি
রিক্তা কুন্ডু জানান নদীয়া জেলায় 300 কিলোমিটারের লক্ষ্যমাত্রায় পৌঁছানো আমরা।