অয়ন বাংলা,ওয়েব ডেস্ক:- সব বিষয়ে কি একটাই ডকুমেন্ট? যে কোন সরকারী কাজে একটাই প্রমানপত্র এ রকমই ইঙ্গিত দিলেন অমিত শাহ । বহুমুখী উদ্দেশ্য সাধনে একটাই কার্ড এবার? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমনটাই হওয়ার ইঙ্গিত দিলেন। সংবাদ সংস্থার খবর, পাসপোর্ট, আধার, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সব কাজেই ব্যবহার করা যাবে একটিই কার্ড, এই প্রস্তাব দিয়েছেন তিনি। তাঁকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, আধার, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, সব উদ্দেশ্য পূরণের জন্য একটা কার্ড কেন হতে পারে না? সব তথ্য একটা কার্ডেই একসঙ্গে রাখার সিস্টেম থাকা উচিত। এটা খুব ভাল হবে। এজন্য ডিজিটাল সেন্সাস হওয়া খুব জরুরি। সোমবার রাজধানীতে রেজিস্ট্রার জেনারেল অব ইন্ডিয়া ও সেনসাস কমিশনারের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে এই প্রস্তাব দেন শাহ। ২০২১-এর সেনসাস সংক্রান্ত তথ্য মোবাইল অ্যাপের মাধ্যমে সংগ্রহ করা হবে বলেও জানান তিনি। এই পদক্ষেপে দেশের সেনসাস প্র্রক্রিয়ায় বিরাট বিপ্লব ঘটতে চলেছে। পেপার থেকে ডিজিটাল সেনসাসে রূপান্তর হবে বলে জানিয়েছেন তিনি। শাহ আরও জানান, এমন একটা ব্যবস্থা থাকা উচিত যাতে একজন নাগরিকের মৃত্যুর সঙ্গে সঙ্গেই সেই তথ্য নাগরিক পঞ্জিতে উঠে যাবে। তিনি বলেন, দেশের ১৩০ কোটি মানুষকে এর সুফল সম্পর্কে অবহিত করা উচিত। কীভাবে সেনসাসের তথ্য ভবিষ্যত পরিকল্পনা, উন্নয়ন কর্মসূচি ও সামাজিক কল্যাণমূলক প্রকল্প রচনায় কাজে লাগানো যায়, জানাতে হবে। সেনসাস সংক্রান্ত তথ্যের ব্যবহার হবে বহুমুখী উদ্দেশ্য পূরণে এবং দেশের উন্নয়নে তা হবে এক উল্লেখযোগ্য অবদান। পুরসভার ওয়ার্ড, বিধানসভা, লোকসভা কেন্দ্রের সীমানা নির্ধারণেও সেনসাস সাহায্য করবে বলে জানান শাহ। প্রসঙ্গত, বহুমুখী উদ্দেশ্য পূরণের লক্ষ্যে একটিই সরকারি পরিচয়পত্র চালু করার প্রস্তাব অতীতে দিয়েছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবাণী। সেই প্রস্তাবই জিইয়ে তোলার চিন্তভাবনা চলছে। শাহ বলেছেন, বহুমুখী উদ্দেশ্য সম্বলিত পরিচয়পত্র চালুর কোনও প্রকল্প এখনও নেই। তবে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌজন্যে:- আনন্দবাজার পত্রিকা