চতুর্থ সাগরদিঘী বই মেলায় কবি সম্মেলন
মহঃ মুস্তফা শেখ,অয়ন বাংলা,জঙ্গিপুুর
:- মুর্শিদাবাদের সাগরদীঘিতে চতুর্থ বই মেলায় ৩০ জানুয়ারি ২০২১ অনুষ্ঠিত হয় কবি সম্মেলন। দেবেশ রায় স্মরণে সংগীত প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠান, আধুনিক বাংলা গান পরিবেশিত হয়। উক্ত কবি সম্মেলনে প্রায় ৪০জন কবি কবিতা পাঠ করেন যথাক্রমে কাবিল পুর হাই স্কুলের প্রধান শিক্ষক কবি-প্রাবন্ধিক মজিবুর রহমান, কবি ও শিক্ষক আব্দুস সালাম, সাগরদীঘির বিশিষ্ট প্রবীণ কবি সাধন কুমার রক্ষিত মহাশয়, বীরভূম জেলার বিশিষ্ট কবি তানজিলাল সিদ্দিকি মহাশয়, কবি নিমাই দত্ত মহাশয়, সংহিতা রক্ষিত , কবি সালাহউদ্দিন সেখ, কবি ও বিশিষ্ট শিক্ষক নুরুল হাসান মহাশয়, কবি তুষার কান্তি খাঁ মহাশয় , কবি লক্ষণ কুমার দাস মহাশয়, ওবায়দুর রহমান , কবি ও শিক্ষক কমল মন্ডল মহাশয়, সংগীতশিল্পী জয়কুমার ধারা মহাশয়, সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ, শেরিফ হোসেন , ঋতুপর্ণা মন্ডল, বিভাস চক্রবর্তী , দুলাল প্রামানিক, অলক নন্দী, অভিনন্দন রক্ষিত, প্রবীর কুমার , দুলাল সিমলান্দি প্রমুখ।প্রত্যেক কবি তাঁর নিজস্ব কবিতায় সামাজিক অবক্ষয়ের কথা আলোকপাত করেন। উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি স্কুলের বেশ কয়েকজন শিক্ষক মহাশয়, এলাকার অনেক গুণী জন ও জনসাধারণ। এই দিন বই মেলা থেকে ৫০০ টাকা মূল্যের বেশি প্রত্যেক বই ‘ক্রেতা ‘ -কে ” সুচেতনা স্বেচ্ছাসেবী সংস্থার ” পক্ষ থেকে বিশেষ উপহার প্রদান করা হয়।
উক্ত কবি সম্মেলন টিকে সুচারুরূপে সঞ্চালনা করেন মুর্শিদাবাদ বেতার কেন্দ্রের ঘোষক সুমন বন্দ্যোপাধ্যায় মহাশয়।