তৃণমূল কাউন্সিলরের ছেলে যোগদান বিজেপি তে
হাসান বাসির বহরমপুুর:- মুর্শিদাবাদের বহরমপুর পৌরসভার তিন নম্বর কাউনসিলার কানাই দাসের ছেলে বিজেপিতে যোগদান করেন তিনি টলিউডে সঙ্গে যুক্ত। বহরমপুরের বাসিন্দা কানাই রায় প্রথমে কংগ্রেসেরপরে অবশ্যই দল বদল করে তৃণমূলে যোগদান করেন।
তিনি জানান তাকে তৃণমূল দলে কোন অনুষ্ঠানে ডাকা হয় না এবং তৃণমূলে কোঅডিনেটর অশোক দাস ও টাউন সভাপতি নাড়ুগোপাল মুখার্জির ওপর ক্ষোভ উগরে দেন তিনি পরিষ্কার জানিয়ে দেন দলে থেকেও তাদের জন্য জেল খাটতে হয়েছিল।
ছেলের দল বদল প্রসঙ্গে তিনি বলেন অভিনয়ের সঙ্গে যুক্ত কলকাতায় থাকে তার নিজের খুশিমতো সে দল বদল করেছে। তবে কানাই রায় জানান তিনি তৃণমূল দলে আছেন এখনো তিনি দলবদলে কোন সিদ্ধান্ত নেননি তবে তৃণমূল দলে তাকে সম্মান দেওয়া হয় না।
রাজ্য রাজনীতিতে পশ্চিমবাংলা জুড়ে শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে গেছে।
তবে কানাই রায় তার ছেলে দলবদল তার নিজস্ব ব্যাপার বলে মন্তব্য করলেন তবে তিনি তৃণমূল দলে আছেন পরিষ্কার জানিয়ে দেন।