ভোল বদল প্রণব-পুত্র অভিজিতের, এবার অভিষেকের সঙ্গে সাক্ষাৎ ফের দলবদলের জল্পনা
রাজেন্দ্র নাথ দত্ত,অয়ন বাংলা :মুর্শিদাবাদ :
মুর্শিদাবাদ জেলার জঙ্গীপুর লোকসভার প্রাক্তন কংগ্রেস সাংসদ অভিজিৎ মুখোপাধ্যায় কলকাতায় এসে অভিষেক বন্দ্যোধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন। তৃণমূল কংগ্রেসের সূত্র জানাচ্ছে, সোমবার সন্ধ্যায় অভিষেকের ক্যামাক স্ট্রিটের দফতরে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। এই ঘটনা অভিজিতের দল বদলের সম্ভাবনা নতুন করে উস্কে দিল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
অভিজিৎ মুখোপাধ্যায়ের ঘনিষ্ঠ মহল বৈঠকের কথা স্বীকার করে নিয়েছে। জঙ্গিপুরের প্রাক্তন সাংসদ অভিজিতের ঘনিষ্ঠ এক কংগ্রেস নেতা সোমবার রাতে বলেন,তৃণমূলে যাওয়ার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে।অন্যদিকে, অভিষেকের ঘনিষ্ঠ মহল সূত্রে জানা গিয়েছে সোমবার রাতে এক বিজেপি নেত্রীর সঙ্গেও তাঁর বৈঠক হয়েছে।
দিন দশেক আগেই জঙ্গিপুরে গিয়ে সাংসদ ও তৃণমূল জেলা সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান, রাজ্য সরকারের দুই মন্ত্রী আখরুজ্জামান ও সাবিনা ইয়াসমিন, বিধায়ক ইমানি বিশ্বাস, প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম ও মহম্মদ সোহরাব-সহ তৃণমূলের অনেক নেতা-নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন অভিজিৎ।ওই সাক্ষাৎ নেহাতই ‘সৌজন্যমূলক’ বলে জানিয়েছেন, কিন্তু সে সময় দল বদলের সম্ভাবনা খারিজ করেন।