উদ্বোধন হল ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটরস অ্যাসোসিয়েশনে
হাসান বাসির ,বহরমপুর : – বর্তমান সমাজ ব্যবস্থা ও রাজনৈতিক প্রেক্ষাপট এতটা ভয়ঙ্কর রূপ একদিকে সাংবাদিক অন্যদিকে সমাজের বিশিষ্ট ব্যক্তিরা দিশেহারা। এই রকম পরিস্থিতিতে সমাজকে পথ দেখাতে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার ভাবতা এলাকায় উদ্বোধন হল ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটরস অ্যাসোসিয়েশনে প্রেস ক্লাব।
ইতিমধ্যে করোনা ভাইরাস আক্রমণের হাত থেকে আলোর দিশা দেখছে ভারত বর্ষ। এমনি সময়ে সাংবাদিক ও পুলিশের পাশে সর্বদাই আমাদের সংগঠন।
সামাজিক ভাবে কাজ করে চলেছে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটরস অ্যাসোসিয়েশন। দীর্ঘ ছয় বছর সারা ভারতবর্ষের বুকে আমাদের সংগঠন সাংবাদিক পুলিশ ও সাধারণ মানুষের হয়ে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এই প্রথম বাংলার বুকে মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত ভাবতাতে প্রেসক্লাব উদ্বোধন হলো আজ।
উদ্বোধনের মাধ্যমে জেলা স্তরে সামাজিক মেলবন্ধন ও একে অপরের যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা সকল সাংবাদিক পুলিশ ও নেতা-নেত্রীদের কে আমন্ত্রণ জানায়।
এদিকে সাংবাদিক পরিবার ও সাধারণ মানুষের পাশে সর্বদা সজাগ ভাবে কাজ করে চলেছে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটরস অ্যাসোসিয়েশন। এখানে শেষ নয় বাংলার বুকে আরও জোরদার ভাবে সাংবাদিকদের একত্রিত করতে মুর্শিদাবাদ জেলায় জেলা কার্যালয় উদ্বোধন হল আজ।
নতুন করে কমিটিতে রদবদল করার পরে নতুন শাখা অফিস অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ ভাবতায়।
অ্যাসোসিয়েশনের অফিস অনুষ্ঠানে উদ্বোধন করলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম,সঙ্গে ছিলেন ভাবতার অঞ্চল প্রধান মুইদুল ইসলাম ,শিক্ষক সোমনাথ বিশ্বাস,শিক্ষক মহঃ বদি উজ জামান, অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার ছাড়াও আরো অনেকে।