নিউজ ডেস্ক :- করোনা লকডাউন সমস্ত ধরণের পরীক্ষার উপর কোপ বসিয়েছে।নির্ধারিত সময়ে কোন কাজই ঠিক মত হচ্ছে না সব কিছুই যেন ছন্নছাড়া করে দিয়েছে এই করোনা লকডাউন । এরই মধ্যেে লকডাউনের মধ্যেই প্রকাশিত হচ্ছে ২০২০-র মাধ্যমিকের ফলাফল। সম্ভবত এ সপ্তাহেই তা প্রকাশ করা হতে পারে বলে পর্ষদ সূত্রের খবর, মাধ্যমিকের ফল প্রকাশের পর মার্কশিট দেওয়া নিয়ে নতুন চিন্তাভাবনা করছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সূত্রে খবর যে, এবার মাধ্যমিকের মার্কশিট পরীক্ষার্থীর হাতে দেওয়া হবে না। বরং তা দেওয়া হবে অভিভাবককে, ফলাফল প্রকাশের কয়েকদিন পর অভিভাবকরা স্কুলের নির্দেশ মতো তা সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছেন, তবে সেক্ষেত্রে শিক্ষার্থীর অ্যাডমিট কার্ড ও রেজিস্ট্রেশন
সার্টিফিকেট সঙ্গে নিয়ে যেতে হবে, তবেই মার্কশিট মিলবে বলে পর্ষদ সূত্রে জানা গিয়েছে। এবং পূর্ববর্তীর নিয়মানুযায়ী মোবাইল এস.এম.এস মারফৎ ও অনলাইনে উক্ত রেজাল্ট যথা ভাবে দেখা যাবে।
সম্ভবত এই সপ্তাহেই মাধ্যমিকের রেজাল্ট হতে পারে বলে বিভিন্ন সুত্রে খবর পাওয়া যাচ্ছে।