দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনকারীদের কাছে রাহূল গান্ধী,ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক

Spread the love

রাহুল গান্ধীর নেতৃত্বে সব বিরোধী দলের নেতারা কৃষক আন্দোলনের সভায় নয়া কৃষি আইনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দিলেন

 

নিউজ ডেস্ক ::- কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে কৃষক আন্দোলন বেশ কয়েক মাস ধরে চলছে । সেই আন্দোলন মুলত এতদিন কৃষকরাই নেতৃত্ব দিচ্ছিলেন । কোনো রাজনৈতিক দলকে সেই অর্থে কৃষক আন্দোলনের মঞ্চে হাজির হতে দেখা যায়নি । আজ শুক্রবার সংসদের পাশে যন্তর মন্তরে কৃষকদের অবস্থান বিক্ষোভে যোগ দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । এই প্রথম তিনি কৃষক সবায় যোগ দিলেন । এতদিন ধরে কৃষকদের আন্দোলনের সমর্থনে বিবৃতি ও ট্রাক্টর র‌্যালী করলেও অরাজনৈতিক কৃষক আন্দোলনের মঞ্চে প্রথম গেলেন রাহুল ।

এ প্রসঙ্গে রাহুল বলেন, “আজ সব বিরোধী দল এক সঙ্গে কেন্দ্রের কালা কানুনের বিরুদ্ধে একজোট হয়েছি। সংসদে কী হচ্ছে আপনারা জানেন। পেগাসাস নিয়ে আলোচনা চাইলেও সরকার তা করতে চাইছে না। কৃষকদের পুরো সমর্থন দিতে এখানে একজোট হয়ে এসেছি আমরা।”

কৃষি আইন নিয়ে দীর্ঘ দিন ধরেই সরকারের বিরুদ্ধে সরব হচ্ছে বিরোধী দলগুলি। লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দফায় দফায় বৈঠকের পরও কোনও সমাধান সূত্র মেলেনি। এ বার কৃষকদের পাশে দাঁড়িয়ে, তাঁদের আন্দোলনে শামিল হয়ে সরকারের বিরুদ্ধে কড়া বার্তা দিতে চাইল বিরোধী দলগুলি।

শুক্রবার সকালে ১৪টি বিরোধী দলের নেতা বৈঠকে বসেন। সেখানেই সিদ্ধান্ত হয় কৃষকদের সমর্থনে একজোট হয়ে দাঁড়াবে বিরোধী দলগুলি। তাঁদের সঙ্গে আন্দোলনে শামিল হবে। তার পরই দুপুরে যন্তরমন্তরে গিয়ে প্রতিবাদ শুরু করেন বিরোধীরা। তবে যন্তরমন্তরে যাননি তৃণমূল এবং আম আদমি পার্টির প্রতিনিধিরা। ‘কালা কানুন বন্ধ কর, পেগাসাস পে যাচ কর’— যন্তরমন্তর থেকে এই স্লোগান তোলেন বিরোধী দলের নেতারা। একই সঙ্গে কৃষি আইন বাতিলের দাবি জানান তাঁরা।

সৌজন্য :- বাংলার জনরব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.