তৃনমূলের উদ্যোগে ১৪৪ নম্বর ওয়ার্ডে কিশোর কুমারের জন্মদিন পালিত

Spread the love

তৃনমূলের উদ্যোগে ১৪৪ নম্বর ওয়ার্ডে কিশোর কুমারের জন্মদিন পালিত

পরিমল কর্মকার (কলকাতা) : ১৪৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ওয়ার্ড কো-অর্ডিনেটর শেফালী প্রামাণিকের নেতৃত্বে ৪ আগস্ট ঠাকুরপুকুরে পালিত হল খ্যাতনামা গায়ক কিশোর কুমারের জন্মদিন।

এব্যাপারে শেফালী প্রামাণিক বলেন, “গায়ক কিশোর কুমার প্রয়াত হয়েছেন ৩২ বছর হয়ে গেল। অথচ তাঁর হিন্দি-বাংলা গানগুলি আজও স্মরণীয় হয়ে রয়েছে। কিশোর কুমারকে বাদ দিয়ে সঙ্গীত জগৎকে ভাবাই যায়না। তাঁর গাওয়া ৫০ বছর আগেকার গানগুলিও আজ লোকমুখে প্রচলিত রয়েছে। বর্তমান প্রজন্মের উদীয়মান শিল্পীরা তাঁর মত শিল্পীদের গাওয়া স্বর্নযুগের সেই গানগুলি গেয়েই আজও মঞ্চ কাঁপাচ্ছেন। তাই কিশোর কুমারকে স্মরণ করে আমরা ধন্য হলাম…..।”

৪ আগস্ট জোকা কালী মন্দিরের পাশে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনেই এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্ভরে পালিত হল স্মরণীয় শিল্পী কিশোর কুমারের জন্মদিন। এই উপলক্ষে এখানে বহু মানুষের সমাগম ঘটেছিল বলে জানা গিয়েছে। শেফালীদেবীর প্রতিটি কর্মসূচিতে অসংখ্য মানুষের মধ্যে মেলবন্ধন এখন জন সংযোগের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে এলাকার বাসিন্দাদের অভিমত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.