বেচারা রাজীব কুমার !!!
পাঠকের কলম ,অয়ন বাংলা:- এও ছিল কপালে !! আজ সত্যিই দুঃখ হছে মানুষটির জন্য । পড়াশুনা জানা মেধাবী না হলে IPS হওয়া যায়না । অনেক পরিশ্রমে অধ্যবশয়ে পুলিশ সার্ভিসের উচ্চ গগনে যান এঁরা । আর তারপর রাজনৈতিক প্রভুদের গোলামি খাটতে হয় । কিন্তু সেই মানুষটি যাঁর সঙ্গে মেধার এত প্রগাড় বন্ধন থাকে তিনি এত নিচু হন কেন ? এই প্রশ্নটা বারবার আমাকে নাড়ায়, ভাবায় ।
যদি সত্যিই সেদিন সেরাতে বিধান নগরের পুলিস কমিশনার রাজীব কুমার নেত্রীকে বলতেন – না আমি আপানার দলের নেতাদের আর আপনার কুকীর্তি ঢাকার জন্য সারদার সুদীপ্ত সেনের ডকুমেন্ট রাত এগারোটায় ব্যাঙ্কের লকার খুলে সরাতে পারবনা……।। যদি সত্যি মেরুদণ্ডটা একটু একবার অন্তত সোজা করে বলতেন এ কথা ……।। কি হত বড়জোর বিধান নগরের পুলিশ কমিশনার থেকে অপসারিত হয়ে অন্য দূরে কোথাও বদলি হতেন । হতে পারতেন না কলকাতার পুলিস কমিশনার । তার থেকে বেশি তো কিছু হত না !! তাই না ?
ভাবলেন না আপনি, রাজীব কুমার, যে, জনমানসে আপনি কি সম্মান পেতে পারতেন ? যদি সুপ্রিম কোর্ট আপনার জেল যাত্রায় সম্মতি দেয় ভেবে দেখেছেন কি পরিণতি হবে আপনার ?
শুধু অসাধু এক নেত্রীর ফরমায়েশ খাটতে গিয়ে CBI অফিসাররা আপনার কোমরে হাত দিয়ে গরাদে নিয়ে যাবেন – এ দৃশ্য দেখব আমরা ! দেখবে আপনার পরিবার । দেখবে আপনার বৃদ্ধ মা যিনি জন্ম থেকে আপনাকে মূল্য বোধের শিক্ষা দিয়ে IPS এর চৌকাঠে পৌঁছে দিয়েছেন !!!!! আর দেখবেন তিনিও যিনি যাঁর নিজের এবং দলের নেতাদের অপকম্ম ঢাকার জন্য আপনাকে অবাধে ব্যবহার করেছেন । ডেলোর বৈঠকের জন্য যাঁর জেল যাত্রা অনিবার্য ছিল তিনি, চৌকিদারের সৌজন্যে জেলের বাইরে দাঁড়িয়ে গর্জন করবেন । দেখে নেব দেখে নেব ভাব করবেন আর আপনি………মান সম্মান খুইয়ে পচবেন জেলের অন্দরে । লালাবাজারে যে সিপাহিরা এতদিন উঠতে বসতে আপনাকে যারা স্যালুট ঠুকত তারাও ফিসফাস করে মুচকি হাসবে ।
প্রিয় রাজীব কুমার
খুব দরকার ছিল এই আত্মপ্রবঞ্চনার ? ভেবে দেখবেন, জেলের ভেতর অনেক অবসরে । আজ সত্যিই কষ্ট হচ্ছে আপনার জন্য । আর আপনার ঐ খাঁকি উর্দিটার অবমাননার জন্য ।
তবুও ভাল থাকবেন স্যার !!!
ইতি
সন্ময় বন্দ্যোপাধ্যায়
পুনশ্চ – যদি সত্যিই আপানার CBI হেফাজতে অনন্ত অবসর আসে একটা বই পাঠাব আপনাকে । আরেক IPS অফিসারের লেখা যিনি এই রাজত্বে ভবানী ভবনে বসেও মেরুদণ্ডটা কিভাবে সোজা রেখেছিলেন সেটা দলিল আকারে লিখে রেখে গেছেন । লেখক IPS নজরুল ইসলাম আমাকে বইটা উপহার দিয়েছিলেন গত বছর । বইটার নাম – HER DISHONESTY । চাইলে আপনাকে বইটা পাঠাব স্যার ।