“রাম তেরী গঙ্গা মঈলী”-র রাজীব কাপুর প্রয়াত

Spread the love

“রাম তেরী গঙ্গা মঈলী”-র রাজীব কাপুর প্রয়াত

পরিমল কর্মকার (কলকাতা) : অভিনেতা ঋষি কাপুরের মৃত্যুর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই কাপুর পরিবারে আবার এক নক্ষত্র পতন। অকালেই প্রয়াত হলেন ঋষির ভাই রাজীব কাপুর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। উল্লেখ্য, গত বছর (২০২০) ৩০ এপ্রিল প্রয়াত হয়েছিলেন ঋষি কাপুর।

প্রসঙ্গত: “রাম তেরী গঙ্গা মঈলী” খ্যাত অভিনেতার অকস্মাৎ মৃত্যুতে বলিউডে শোকের ছায়া নেমে এসেছে। রাজীবের বড়দা রণধীর কাপুর সংবাদ মাধ্যমকে জানান, আজ (৯ ফেব্রুয়ারি) সকালে হৃদরোগে আক্রান্ত হন রাজীব। তাকে দ্রুত চেম্বুর ইনলাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসার জন্য সময় পাওয়া যায়নি। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

উল্লেখ্য, ১৯৮৩ সালে রাজ কাপুরের ছোট ছেলে রাজীব “এক জান হ্যায় হাম” ছবিতে অভিনয় দিয়ে ছবির রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন। তারপর তাঁর অভিনীত “রাম তেরী গঙ্গা মঈলী” ছবিটি সুপার-ডুপার হিট হয়। এরপর “আসমান” “লাভারবয়” “জবরদস্ত” “হাম চলে তো পরদেশ” ইত্যাদি ছবিতে তাঁর অভিনয় ছিল উল্লেখযোগ্য। ১৯৯০ সালে শেষবার “জমিনদার” ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপর তিন দশক ধরে তাঁকে কোনও ছবিতে দেখা না গেলেও তিনি “প্রেমগ্রন্থ” নামে একটি হিন্দি ছবি পরিচালনা করেছেন।

 

সৌজন্য :- Ekhon Khabor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.