নিজস্ব সংবাদদাতা,অয়ন বাংলা:- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে আট নং মালিগাও গ্ৰাম পঞ্চায়েত এর দুর্গাপুর ১৯৬ রেশন দোকান মালিখ রাজমোহন বর্মন পর্যাপ্ত সামগ্রী না দেওয়াই না রেশন ডিলার বিরুদ্ধে অভিযোগ উঠলো এমন কি গ্ৰামবাসী বিক্ষোভ দেখায়া ঘটনা স্থলে কুশমন্ডি থানা পুলিশ ও জেলার খাদ্য করমাধক্য শ্যামল সাহা পৌচায় ঘটনা স্থলে দুর্গাপুর রেশন দোকান খ্যাতিয়ে দেখে এবং যাদের চাল আটা পাওয়া কথা তাদের কম পরিমাণ দেওয়া হয়ে বন্ধ করলো রেশন দোকান গ্ৰামবাসী রা । এই প্রসঙ্গে এক গ্ৰামবাসী বলেন করনো মকাবিলায় মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী দুই কেজি চাল তিন কেজি আটা তিন কেজি গম পাওয়া কথা সঠিক পরিমানে পাই না তাই আজ রেশন দোকান বন্ধ করা হয়ে । এদিন ঐ ঘটনা খবর পেয়ে ছুটে আসেন দঃদিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিষ্ট্র এম লেফচা ,
কুশমন্ডি ব্লকের জয়েন্ট বিডিও সোহম চৌধুরী সহ দঃদিনাজপুর জেলার খাদ্য করমধাক্য শ্যামল সাহা সহ আরো প্রমুখ পুরো ঘটানা খতিয়ে দেখেন। প্রায় দুই ঘন্টা পর ডেপুটি ম্যাজিষ্ট্র এম লেপচা নির্দেশে রেশন দেওয়া শুরু হয় দুর্গাপুর এলাকায়। পাশাপাশি এদিন কুশমন্ডি ব্লকের দুই নং করঞ্জি গ্ৰাম পঞ্চায়েত অধিনে চোরাগচি ১৩৯ রেশন দকানে চাল, আট, গম সঠিক পরিমাণ না দেওয়া গুরুতর অভিযোগ উঠলো এদিন ,১৩৯ রেশন দোকান মালিখ মোজাহার আলি ডেপুটি মেজিস্ট্রেট সামনে সাধারণ মানুষ কে আটা কম দেওয়া হাতে নাতে ধরে ফেলেন ব্লক প্রশাসন , এবং দঃদিনাজপুর জেলার ডেপুটি ম্যাজিষ্ট্র এম লেফচা জানান চোরাগচিতে গ্ৰামে কিছু মানুষ সঠিক পরিমাণ মোত রেশন সামুগ্ৰী না পাওয়া খ্যাতিয়ে দেখলাম । এবং এরপর এই রকম অভিযোগ পেলে রেশন ডিলার লাইসেন্স বাতিল করা হবে ।মালিগাও গ্ৰাম পঞ্চায়েত দুর্গাপুর রেশন দোকান রেশন দেওয়া বন্ধ ছিল আমরা গিয়ে সাধারণ রেশন দেওয় কম দিয়েছিল সঠিক পরিমাণ রেশন দেওয়া শুরু করছে জানালেন ডেপুটি ম্যাজিষ্ট্র । এই বিষয়ে এক গ্ৰামবাসী মোহচেন আলী জানান সঠিক পরিমাণ রেশন দিচ্ছে না এবং দেড় বছর ধরে রেশন কাড কনো সামুগ্ৰী দেওয়া হচ্ছে না আমরা চাই সঠিক পরিমাণ সামুগ্ৰী দেওয়া হক।।।।।