রেশন দোকানে ওজনে কারচুপির অভিযোগে
তালা দিল ভাঙড়ের জমি জীবিকা পরিবেশ রক্ষা কমিটি
ইয়াজুল মোল্লা, অয়ন বাংলা, ভাঙড়: দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়ে রেশন দোকানে ওজনে কারচুপি, মাল কম দেওয়া, নিয়মিত দোকান না খোলা প্রভৃতি ইস্যুতে এবার দোকানে তালা দিল ভাঙড়ের জমি জীবিকা বাস্তুতন্ত্র ও পরিবেশ রক্ষা কমিটি। শনিবার কমিটির লোকজন বিক্ষোভ দেখিয়ে উড়িয়াপাড়ার এক রেশন দোকানে তালা বন্ধ করে দেয়। অভিযোগ, উপভোক্তাদের প্রাপ্য মাল না দিয়ে সেই মালের একটা বড় অংশ ঘুষ হিসাবে চলে যাচ্ছে এলাকার নেতা ও প্রশাসনের কর্তাদের কাছে।
এরই প্রতিবাদে এদিন গ্রামের সাধারণ মানুষকে নিয়ে ওই এলাকার রেশন ডিলার শাহাবুদ্দিন খানের দোকান ঘেরাও করে বিক্ষোভ দেখান কমিটির লোকজন।মাল কম দেওয়ার কথা স্বীকার করে শাহাবুদ্দিন খান বলেন, ‘মাথা পিছু ১কেজি করে চাল দেওয়া হয়। কিন্তু দেড় কেজি করে গম দেওয়ার কথা থাকলেও তা দেওয়া যায়না। কারণ গমটা আমরা কম পাই।
প্রতিবারই ওটা কম আসে।‘ বাকি মালটা কোথায় যায় তা নিয়ে কিছু বলতে চাননি তিনি। কমিটির নেতা মির্জা হাসান বলেন, ‘শুধু উড়িয়াপাড়া নয় ভাঙড় ২ ব্লক জুড়েই রেশন ব্যবস্থায় কারচুপি, কাটমানি চলছে বলে আমাদের ধারনা। যতক্ষন না ফুড ইন্সপেক্টর এসে সাধারণ মানুষের প্রাপ্য মাল বুঝিয়ে দিচ্ছেন ততক্ষন দোকান খোলা হবে না। আমরা ভাঙড় ২ এর বিডিওকেও জানিয়েছি গোটা বিষয়টা।