পাঠকের কলাম :- আমাদের রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ের প্রয়োজনে আংশিক সময়ের জন্য অস্থায়ীভাবে বিদ্যালয় শিক্ষক নিয়োগ করে থাকেন কিন্তু প্রয়োজন শেষ হওয়ার পর যখন বিদ্যালয়ের স্থায়ী শিক্ষক চলে আসেন তখন সেই সব শিক্ষককে বাদ দিয়ে দেওয়া হয়। এটা অত্যন্ত অমানবিক এবং নীতি বহির্ভূত কাজ। তাছাড়া মাত্র ১৫০০ টাকায় বিদ্যালয়ে অস্থায়ীভাবে শিক্ষক নিয়োগ করার মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তথাপি আমাদের রাজ্যে এই ব্যবস্থা বামফ্রন্ট আমল থেকেই চলে আসছে এবং শিক্ষিত বেকার যুবক যুবতীরা নিরুপায় হয়ে এই কাজ করতে বাধ্য হচ্ছেন। আমরা চাই সরকার যেভাবে কলেজের অস্থায়ী অধ্যাপকদের স্থায়ীকরণ করেছেন এবং সরকারকর্তৃক তাদের আর্থিক ধারণায় ভার গ্রহণ করা হয়েছে ঠিক সেইরূপ এর একটা সুবন্দোবস্ত করুন এবং বিদ্যালয় অস্থায়ী শিক্ষকদের 60 বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা ও সরকারকর্তৃক আর্থিক দায়ভার গ্রহণ করুন। যার মাধ্যমে এইসব অস্থায়ী শিক্ষকরা অন্তত দুবেলা দুমুঠো খেতে পেয়ে সুস্থ জীবন যাপন করতে পারেন।
সমীর দেওঘরিয়া
রাজ্য সভাপতি
পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।