নিজস্ব সংবাদাতা,অয়ন বাংলা:- পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের ফলাফল প্রকাশিত হলো। সকলকেই আন্তরিক স্বাগতম অয়ন বাংলার পক্ষ থেকে।
সম্ভাব্য প্রথম ,দ্বিতীয়,ও তৃতীয় স্থানাধিকারী :-
হাই মাদ্রাসা:
১) সাইনুল হক ,মুর্শিদাবাদ
২) আবু দাউদ পাখিরা ,পূর্ব মেদিনীপুর
৩) মোহাম্মদ হাসমত আলি শাহ ,পূর্ব বর্ধমান
মেয়েদের মধ্যে প্রথম -তাবাস্সুম সিদ্দিকী,মুর্শিদাবাদ |
আলিম:
১) শেখ ওয়াসিমুদ্দিন ,উত্তর ২৪ পরগনা
২) আসিফুল আমিন ,উত্তর ২৪ পরগনা
৩) শেখ সাইম আক্তার,উত্তর ২৪ পরগনা
মেয়েদের মধ্যে প্রথম -মারিয়া পারভিন ,উত্তর ২৪ পরগনা |
ফাজিল:
১) শেখ হাবিবুল্লাহ ,হুগলি
২) মোহাম্মদ হাসানুর রহমান মোল্লা ,দক্ষিণ ২৪ পরগনা
৩) মোহাম্মদ আলমগীর মোল্লা, দক্ষিণ ২৪ পরগনা
মুর্শিদাবাদে মেয়ে রাসিদা খাতুন মেয়েদের মধ্যে প্রথম ।
হাই মাদ্রাসা রেজাল্ট ২০১৯
দেবকুণ্ড হাই মাদ্রাসা, মুর্শিদাবাদ।
তাবাসসুম সিদ্দিকী রাজ্যে তৃতীয়, মেয়েদের মধ্যে প্রথম। প্রাপ্ত নম্বর ৭৫৬। দেখুন তার রেজাল্ট।
আসুন একটা মাদ্রাসার রেজাল্ট দেখে নিই।
ভাবতা আজিজিয়ার ফলাফল, পরীক্ষার্থীর সংখ্যা ১৯৬, উত্তীর্ণ-১৯৬,৯০%-৫জন,৮০%-১৪জন,৬০%-৫৫জন।