সারারাত অন্ধকারে ডুবে থাকছে ১২০ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, চুরি-ডাকাতির আশঙ্কায় স্থানীয় মানুষ

Spread the love

সারারাত অন্ধকারে ডুবে থাকছে ১২০ নম্বর ওয়ার্ডের রাস্তাঘাট, চুরি-ডাকাতির আশঙ্কায় স্থানীয় মানুষ

অঙ্কিতা চক্রবর্ত্তী (কলকাতা) : লোডশেডিং-এর হাতছানি নেই, তবুও প্রায়দিনই রাত সাড়ে দশটা-এগারোটার পরই বেহালার ১২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নফর চন্দ্র দাস রোডের স্ট্রিট লাইটগুলি অফ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগ উঠেছে, দিনের পর দিন সারা রাত ধরে এলাকা অন্ধকারে ডুবে থাকছে। এভাবে চলতে থাকলে এলাকায় চোর-ডাকাতের উপদ্রব হতে পারে। অথচ ১২০ নম্বর ওয়ার্ডের একটা বড় অংশের রাস্তাঘাট অন্ধকারে ডুবে থাকলেও কাউন্সিলর সুশান্ত ঘোষ নির্বিকার ভূমিকায় বলেই দাবি স্থানীয় মানুষের।

প্রসঙ্গত : প্রায় মাসখানেক ধরে নফর চন্দ্র দাস রোডের স্ট্রিট লাইটগুলি কি কারণে রাতে অফ করে দেওয়া হচ্ছে — সেটা অনেকেই বুঝে উঠতে পারছেন না। অথচ এলাকার বাড়ি ঘরে তেমন একটা লোডশেডিং হচ্ছে না। তাহলে স্ট্রিট লাইট প্রায়শঃই কেন অফ থাকবে — এমনই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের। রাস্তাঘাট এভাবে অন্ধকার থাকলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও প্রবল। রাতে স্কুটার-বাইক, প্রাইভেট কার ও ট্যাক্সি এই রাস্তায় চলাচল করে। একটু এদিক-ওদিক হলেই দুর্ঘটনা ঘটা অসম্ভব নয়। এছাড়া চুরি-ডাকাতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা বলেই দাবি এলাকার মানুষের। এব্যাপারে স্থানীয় কাউন্সিলর সুশান্ত ঘোষের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.