জল্পনা সত্যি পদত্যাগ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াতের,এবার কি যোগীর পালা

Spread the love

নিউজ  ডেস্ক: – যোগী র সঙ্গে মোদিজীর মনোমালিন্য ,এই নিয়ে চলছে জল্পনা ,কল্পনা ,এরই মাঝে পদত্যাগ উত্তরা খন্ডের মুখ্যমন্ত্রী । এবার কি তাহলে যোগীর পালা উঠছে জল্পনা ।  জল্পনা ছিলই। সেটাই সত্যি করে পদত্যাগ করলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত । বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে পদত্যাগপত্র জমা দিলেন তি‌নি। জানিয়ে দিলেন দায়িত্ব নেওয়ার চার মাসের মধ্যেই সরে যেতে চান মসনদ থেকে। প্রসঙ্গত, গত তিনদিন ধরেই তিনি দিল্লিতে ছিলেন। বৈঠক করছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্বদের সঙ্গে।

গত ১০ মার্চ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন তিরথ সিং রাওয়াত। আগের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াতের বিরুদ্ধে একাধিক দুর্নীতি এবং স্বজনপোষণের অভিযোগ ওঠায় তাঁকে সরিয়ে দেয় BJP। যদিও তিরথ নিজেও মুখ্যমন্ত্রীর কুরসিতে বসার পর একাধিক বিতর্কে জড়িয়েছেন। তাঁর একের পর এক বেফাঁস মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছে। তবে তাঁর কুরসি হারানোর সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল‌ অন্য কারণে। আসলে তিরথ সিং রাওয়াত উত্তরাখণ্ডের আইনসভার সদস্য নন। নিয়ম অনুযায়ী, আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে উপনির্বাচনে জিতে আসতে হবে রাওয়াতকে। সেক্ষেত্রে আগামী ৫ আগস্টের মধ্যে উপনির্বাচনের জন্য বিবৃতি জারি করতে হবে নির্বাচন কমিশনকে।

এই মুহূর্তে উত্তরাখণ্ডের দুটি বিধানসভা কেন্দ্র ফাঁকা রয়েছে। কিন্তু দুটির কোনওটি থেকেই জয়ের ব্যাপারে নিশ্চিত নয় বিজেপি। আবার রাওয়াতের নিজের পছন্দের আসন পোড়ি গাড়ওয়াল আসনেও উপনির্বাচন চাইছে না বিজেপির শীর্ষ নেতৃত্ব। কারণ, এখন উপনির্বাচনের বিবৃতি দিলে অন্য রাজ্যগুলিতেও উপনির্বাচন করাতে হবে। সেক্ষেত্রে এরাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে  প্যাঁচে ফেলার ছক ভেস্তে যাবে।

তাই বিজেপির শীর্ষ নেতারা উপনির্বাচনের পক্ষে নন। তাছাড়া আগামী বছর উত্তরাখণ্ডে নির্বাচন। রাওয়াতের নেতৃত্বে সেই নির্বাচন লড়তেও চায় না বিজেপি। সেক্ষেত্রে তাঁকে ইস্তফার নির্দেশ দিয়ে অন্য কাউকে মুখ্যমন্ত্রী বাছতে পারেন শাহ নাড্ডারা  এমন জল্পনা ক্রমেই জোরদার হচ্ছিল। এই পরিস্থিতিতে রাওয়াতের দিল্লি আসাকে ঘিরে সেই গুঞ্জন আরও জোরাল আকার ধারণ করেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.