গুজব সোস্যাল মিডিয়ায় !মন্ত্রী সাধন পান্ডের মৃত্যুর ভুয়া খবর, চাঞ্চল্য বিভিন্ন মহলে
পরিমল কর্মকার (কলকাতা) : গত শুক্রবার (১৬ জুলাই) থেকে রাজ্যের মন্ত্রী সাধন পান্ডে গুরুতর অসুস্থ অবস্থায় সল্টলেকের অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁকে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। পাশাপাশি রবিবার (১৮ জুলাই) সকাল থেকেই কিছু লোক সোস্যাল মিডিয়ায় গুজব ছড়াতে শুরু করে…..যাতে বলা হয়, সাধন পান্ডে প্রয়াত হয়েছেন। এরপরই চাঞ্চল্য ছড়ায় বিভিন্ন মহলে। এই গুজব ছড়ানোর বিরুদ্ধে রাজ্যের সাইবার ক্রাইম বিভাগ কি ব্যবস্থা নিয়েছে সেটা এখনও জানা যায়নি। তবে সাধন পান্ডের মেয়ে শ্রেয়া পান্ডে ট্যুইট করে এইসব ভিত্তিহীন ভুয়া খবরের বিরুদ্ধে প্রতিবাদ করেন এবং জনগণকে তার বাবার মঙ্গল কামনা করতে অনুরোধ করেন।
শ্রেয়া তার ট্যুইটে লেখেন, “কিছু সোস্যাল মিডিয়াতে আমার বাবার সম্পর্কে ভিত্তিহীন ভূল খবর ছড়িয়েছে। এটি আমার পরিবারকে, আমার বাবার অনুগামীদের বেদনাহত করেছে এবং আমি এই বিষয়ে সারাক্ষণ ফোন পেয়েই যাচ্ছি। দয়া করে এ জাতীয় জিনিস রটনা থেকে বিরত থাকুন। এটি সংবেদনশীল সময় এবং আমরা জানি যে, আপনারা চিন্তিত, তাঁর শীঘ্রই সুস্থ হয়ে ওঠার জন্য আমাদের কেবল আপনাদের প্রার্থনা দরকার। আমার বাবাও একজন যোদ্ধা এবং তিনি এবারেও আমাদের সকলের জন্য সুস্থ হয়ে উঠবেন। প্রার্থনার শক্তি অসীম, তাঁর জন্য আপনারা সেই প্রার্থনাই করুন….।”
উল্লেখ্য, যেসব সোস্যাল মিডিয়াতে এই গুজব ছড়িয়েছে তার অধিকাংশই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া “ফেসবুক”। যেমন “TCCF”, “বাংলার আবেগ মমতা ব্যানার্জী সোস্যাল মিডিয়া”, “নিউজ ২৪ বাংলা নেটওয়ার্ক”, “Twitter তৃণমূল যোদ্ধা”, “বাংলার মা মমতা” এমনকি একটি ব্যক্তিগত নম্বর (৮৯৬১৩৭৮২৮৮) থেকেও সাধন পান্ডের মৃত্যুর ভুয়া খবর পোস্ট করা হয়। এরপরই রবিবার সকাল থেকে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে শ্রেয়া পান্ডের পোস্টটি প্রকাশ্যে আসতেই গুজব রটনাকারীদের পক্ষ থেকে শুরু হয়ে যায় ক্ষমা চাওয়ার পালা।
উল্লেখ্য, এই গুজব রটনা করার দায়ে রটনাকারীদের বিরুদ্ধে রাজ্যের সাইবার ক্রাইম বিভাগ কি পদক্ষেপ নিল, তা এখনও জানা যায়নি।