সমাজ বার্তা সংবাদপত্রের উদ্যোগে ও সম্পাদক মহঃ মুস্তফা শেখ এর পরিচালনায় সাহিত্য সভা
সাফিয়া খাতুন :-
সমাজ বার্তা সংবাদ পত্র এর তত্ত্বাবধানে সাহিত্যিক, সাংবাদিক ও গুণী জন সংবর্ধনা মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের শহীদ ক্ষুদিরাম পাঠাগারে ৮ নভেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন রাজ্যের জ্ঞানীগুণী লেখক সাংবাদিক ও বেশ কয়েকজন বিশিষ্ট সাহিত্যিক।
প্রধান অতিথি আব্দুর রফিক খান। মুখ্য আলোচক জয়নুল আবেদীন তথা রঙধনু সংবাদপত্রের সম্পাদক। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট গল্পকার কুনাল কান্তি দে মহাশয়।
বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক দরবেশ হাফিজ মহাশয়, শহীদ ক্ষুদিরাম পাঠাগার ইন্দ্রপ্রস্থ শাখা’র সেক্রেটারি মাননীয় নীলেন্দু সাহা মহাশয়,
ডঃ জয়দেব বিশ্বাস, সৈয়দ হুমায়ূন রানা, সুনীল কুমার চট্টোপাধ্যায়, হরিশঙ্কর দত্ত, বিপ্লব বিশ্বাস, আনিসুর রহমান, রঞ্জন সূত্রধর, রেজাউল করিম, প্রত্যুষ কুমার পাল, তুষার কান্তি খাঁ, সাদ সামিন হোসেন, আব্দুল হাদী, ইমতিয়াজ কবির, আমজাদ হোসেন প্রমুখ।
সঞ্চালকের ভূমিকায় ছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক সাংবাদিক অভিনেতা শিশ মহাম্মদ মীর মহাশয়।